বঙ্গভবনের নিরাপত্তা জোরদার, বসানো হলো কাঁটাতার
নিজস্ব প্রতিবেদক: বঙ্গভবনের মূল ফটকের সামনে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে সেনাবাহিনী। চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা বসিয়েছে তারা। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে এ চিত্র দেখা যায়।
সরজমিনে দেখা যায়, কাঁটাতারের ব্যারিকেডের সামনে কনক্রিট দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে সেনাবাহিনী।
এই কনক্রিটের প্রতিবন্ধকের সামনে আবার কাঁটাতারের ব্যারিকেড দিতে সেনাবাহিনীর সদস্যদের দেখা গেছে।
এদিকে সেনাবাহিনী ছাড়াও পুলিশ, র্যাব, এপিবিএন ও বিজিবির সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। তবে এখনো পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে দেখা যায়নি।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের অপসারণের দাবিতে মঙ্গলবার বিকেল থেকে বঙ্গভবনের সামনে আন্দোলন করে বেশ কয়েকটি সংগঠন ও ছাত্রজনতা। রাত ৮টার দিকে তাদের মধ্যে কিছু আন্দোলনকারী বঙ্গভবনের সামনের রাস্তায় গাছের শুকনো ডাল ভেঙে এনে আগুন ধরিয়ে দেন। একাংশ আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের ভেতরে প্রবেশের চেষ্টাও করে। একপর্যায়ে পুলিশের ছোড়া সাউন্ড গ্র্যানেড সাংবাদিকসহ কয়েকজন আহত হন। অন্যদিকে বিক্ষোভকারীদের হামলায় পুলিশের কয়েকজন সদস্যও আহত হন। আজ বৃহস্পতিবার রাষ্ট্রপতির পদত্যাগের দাবিতে তৃতীয় দিনের মতো বঙ্গভবনের আশেপাশে বিক্ষিপ্তভাবে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।