নতুন করে জুটি বাঁধতে চলেছে ‘শাকিব-ইধিকা: ‘বরবাদ’

অনলাইন ডেস্ক: বাংলা সিনেমার দু:সময়ের কান্ডারি মেগাস্টার শাকিব খান। চলচ্চিত্রে একের পর এক সুনাম কুড়িয়েছেন ঢাকাই সিনেমার এই সুপারস্টার। সুদীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন জনপ্রিয়তার শীর্ষে থাকা সুপার ডুপার শাকিব খান। কারো কাজ থাকুক বা না থাকুক শাকিবের কাজ যেন ফুরানোর নয়। কাজের চাপে যেন দম নেওয়াও কঠিন শাকিবের জন্য। চলতি বছরে শাকিবের মুক্তি পাওয়া সিনেমা ‘তুফান’ পেয়েছে দারুণ সাফল্য। মুক্তির অপেক্ষায় প্রহর গুনছে তার আসন্ন সিনেমা ‘দরদ’।

ইতোমধ্যেই ‘বরবাদ’ নামে নতুন একটি সিনেমার শুটিংয়ে ব্যস্ত হয়ে পরেছেন শাকিব। শুটিংয়ের কারণে সম্প্রতি মুম্বাই পৌঁছেছেন মেগাস্টার শাকিব। আগামী ২৪ অক্টোবর মুম্বাইয়ে শুরু হতে যাচ্ছে ‘বরবাদ’ সিনেমাটির শুটিং। আনন্দবাজার সূত্রে জানা যায়,আগামী একমাস মুম্বইয়েই থাকবেন শাকিব। সিনেমাটিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন ‘প্রিয়তমা’ খ্যাত নায়িকা ইধিকা পাল। সূত্রটির মতে, বুধবার থেকে শুটিং শুরু করবেন ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিনেমায় দুর্দান্ত সাফল্যের পর আবারও শাকিবের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন ইধিকা।

২০২৩ সালে কলকাতার এই নায়িকার বড় পর্দায় অভিষেক হয় শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ চলচ্চিত্রের মাধ্যমে। নিজের প্রথম সিনেমার নায়ক শাকিব হওয়ায় ঢাকাই সিনেমায় প্রায়ই নতুন নতুন কাজের প্রস্তাব পাচ্ছেন ইধিকা পাল। ‘বরবাদ’ সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়।

সিনেমা প্রসঙ্গে পরিচালক হৃদয় বলেন, “বাংলার দর্শক এর আগে অনেক অ্যাকশন ছবি দেখেছেন। কিন্তু এই ধরনের অ্যাকশন দেখেননি। প্রযোজকদের কাছে যা চেয়েছি, তাঁরা কিছুতে না করেননি। শিল্পী থেকে শুরু করে অনেক বিষয়ে চমক রয়েছে। আমাদের বিশ্বাস, দর্শকরা হতাশ হবে না।’ সবকিছু ঠিকঠাক থাকলে আসছে বছর ঈদে মুক্তি ‘বরবাদ’ সিনেমাটি।

Related Articles

Back to top button