ইসরাইলের সব সামরিক লক্ষ্যবস্তু চিহ্নিত : ইরানের হুঁশিয়ারি
অনলাইন ডেস্ক: ইসরাইল যদি ইরানে হামলা চালায়, তাহলে ইরানও পাল্টা জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। রোববার একজন শীর্ষ ইরানি কূটনীতিক জানান, ইসরাইলের সকল সামরিক লক্ষ্যবস্তু ইতোমধ্যে চিহ্নিত করা হয়েছে এবং যেকোনো হামলার জবাবে সেগুলোকে নিশানা বানানো হবে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়, তুরস্কের টেলিভিশন চ্যানেল এনটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, ‘ইরানের বিরুদ্ধে কোনো হামলা হলে আমরা অবশ্যই তার জবাব দেবো। আনুপাতিক হারে প্রতিক্রিয়া পাবে ইসরাইল। আমরা তাদের সব সামরিক লক্ষ্যবস্তু শনাক্ত করেছি এবং এসব লক্ষ্যবস্তুতে একই ধরনের হামলা চালানো হবে।’
তিনি আরও বলেন, ‘ইরানে কোনো ধরনের হামলা চালানো হলেই আমরা সেটিকে ‘চূড়ান্ত সীমা অতিক্রম’ বলে বিবেচনা করব। ফলে নিশ্চিতভাবেই এ ধরনের হামলার জবাব দেওয়া হবে। ইরানের কোনো পারমাণবিক স্থাপনায় হামলা বা অনুরূপ হামলার প্রয়োজনীয় জবাবও হামলাকারীদের দেওয়া হবে।’ আরাগচি যুক্তরাষ্ট্রকে ‘জায়নবাদীদের মিত্র’ অভিহিত করে বলেন, এই অঞ্চলে যুদ্ধ শুরু হলে তাদেরকেও তাতে জড়িয়ে ফেলা হবে।
উল্লেখ্য, সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও মার্কিন নিষেধাজ্ঞার সমালোচনা করে বলেন, এই নিষেধাজ্ঞার কারণে ইরান অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
অন্যদিকে, গাজা ও লেবাননে ইসরাইলের সামরিক অভিযানের সমালোচনা করে আরাগচি বলেন, অস্ত্রশস্ত্রে শক্তিশালী হলেও একা ইসরাইলের পক্ষে এত দীর্ঘ সময় ধরে এভাবে অভিযান চালিয়ে যাওয়া সম্ভব ছিল না। মূলত যুক্তরাষ্ট্রসহ অন্য মিত্রদের সামরিক সহায়তাতেই ইসরাইল এসব হামলা চালাচ্ছে। সূত্র : আলজাজিরা।