দিল্লিতে স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ 

অনলাইন ডেস্ক: ভারতের দিল্লির রোহিনিতে রোববার সকালে (২০ অক্টোবর) সিআরপিএফ স্কুলের কাছে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে করে ওই স্কুলের দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে ঘটনাস্থলে ফরেনসিক টিম এবং দিল্লি পুলিশের স্পেশাল সেল পৌঁছেছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ হয়েছে-তা খতিয়ে দেখছে তারা।

স্থানীয় এক বাসিন্দার ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, ঘটনাস্থল থেকে ধোঁয়া উড়ছে। ওই প্রত্যক্ষদর্শী বলছেন, আমি বাড়িতে ছিলাম। হুট করে বিশাল শব্দ শুনি এবং ধোঁয়া উড়তে দেখি এবং ভিডিও করি।

এর বেশিকিছু আমি জানিনা। ইতোমধ্যে পুলিশের একটি দল এবং অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসেছে বলে জানান তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৭টা ৪৭ মিনিটে সিআরপিএফ স্কুলের কাছে এই বিস্ফোরণ হয়।

সিনিয়র পুলিশ কর্মকর্তা অমিত গোয়েল বলেছেন, বিস্ফোরণের কারণ জানতে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে। তবে পরবর্তী সময়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

Related Articles

Back to top button