কত টাকায় সালমানকে হত্যার পরিকল্পনা করা হয়!
অনলাইন ডেস্ক: গতকাল শুক্রবার ছিল ‘বিগ বস ১৮’-এর শুটিংয়ের দিন। বেশ কড়া নিরাপত্তার মধ্যেই বলিউড সুপারস্টার সালমান খান ‘বিগ বস’এর শুটিং শুরু করেছেণ।
শোনা যাচ্ছে, সালমানকে হত্যার পরিকল্পনায় বেশ মোটা অংকের টাকার লেনদেন করা হয়েছে!
তবে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল সালমানকে এতবার প্রাণনাশের হুমকি দেওয়ার পরেও বলিউড এ অভিনেতা নিজেকে চার দেয়ালে বন্দী রাখেননি।
সালমান খান স্বাভাবিক কর্মজীবনে ফেরার লক্ষ্যে কালারস চ্যানেলের জনপ্রিয় এই রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালক হিসেবে আবার কাজ শুরু করেছন।
জানা যায়, বলিউড ভাইজানকে বিশেষভাবে বিভিন্ন স্তরে সুরক্ষিত করতে ‘বিগ বস’এর সেটের আশপাশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
এদিকে লরেন্স বিষ্ণোইয়ের দলের সদস্য সুখা নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই সুখাই নাকি সালমানের বাসার বাইরে গুলিবর্ষণ করেছিল বলে অভিযোগ রয়েছে।
জানা গেছে, গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই জেলে বসেই সালমানকে হামলার পরিকল্পনা করেছিলেন। মুম্বাই পুলিশ চার্জশিটে উল্লেখ করা হয়েছে, পানভেলে ফার্ম হাউসের কাছে সালমানকে মারার জন্য ৩০ লাখ টাকার প্রাথমিক বাজেট দেওয়া হয়েছিল।
পুলিশ এই চার্জশিটে পাঁচজন অভিযুক্তের নামও উল্লেখ করেছে। জেরার মুখে পুলিশ জানতে পারে, আততায়ীরা পাকিস্তান থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র একে ৪৭, একে ৯২ এবং এম ১৬ কেনার পরিকল্পনা করে।
অভিযুক্ত ব্যক্তিরা সালমানকে হত্যার জন্য ১৮ বছরের কম বয়সী কিশোরদের নিযুক্ত করা হয়। তারা সবাই নাকি এই মুহুর্তে পুনে, থানে, রায়গড়, গুজরাট ও নাভি মুম্বাইয়ে লুকিয়ে রয়েছে।
আরও অবাক করা ব্যাপার, একজন সালমান খানের গতিবিধির ওপর নজর রাখার জন্য ৬০ থেকে ৭০ জনকে নিয়োগ দেওয়া হয়েছিল। তারা সালমানের বান্দ্রার বাসা, পানভিলের ফার্ম হাউস ও গোরেগাঁও ফিল্ম সিটিতে প্রতিনিয়ত নজর রাখত বলে জানা যায়।
পুলিশের চার্জশিটে আরও উল্লেখ আছে, সালমান খানকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল গত বছর অর্থাৎ ২০২৩ সালের আগস্ট থেকে চলতি বছর ২০২৪ সালের এপ্রিলের মধ্যে।
পুলিশি তদন্তে আরও কিছু তথ্য বেরিয়ে আসে, সালমানকে হত্যার জন্য প্রস্তুত সকল শুটার নাকি কানাডায় বসবাসকারী গ্যাংস্টার গোল্ডি ব্রার ও লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোইয়ের সবুজ সংকেতের অপেক্ষায় ছিল এতদিন। সালমান খানকে গুলি করার পর সকল শুটারকেই কন্যাকুমারীতে একত্র হতে নির্দেশ দেওয়া ছিল। এরপর নৌকা করে শ্রীলঙ্কায় পালিয়ে যেতে তাদের প্রতি পরবর্তী নির্দেশ দেওয়া ছিল।
শ্রীলঙ্কায় পাড়ি দেওয়ার পর শুটারদের এমন একটি দেশে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, যেখানে ভারতীয় তদন্তকারী সংস্থাগুলো পৌঁছাতে পারবে না। এসব গুরুত্বপূর্ণ তথ্যই চার্জশিটে উল্লেখ করা হয়।
সালমান খানহত্যার পরিকল্পনা বলিউড তারকা
মহারাষ্ট্রের সাবেক মন্ত্রী বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় এ নেতার ঘনিষ্ঠজন বলিউড নায়ক সালমান খান নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে খবর এসেছে।
ভারতের এক গণমাধ্যম জানিয়েছে, এই হত্যাকাণ্ডের ঘটনায় বেশ আতঙ্কিত তিনি! তাই এ মুহুর্তে রিয়েলিটি শো বিগ বসের শূটিংয়ের কাজও সাময়িকভাবে বন্ধ রেখেছেন ভাইজানখ্যাত এ নায়ক। কারণ বাবা সিদ্দিকী হত্যাকাণ্ডের ঘটনায় দুজন গ্রেপ্তার হওয়ার পর গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই জানিয়েছেন, পরবর্তী নিশানায় নাকি সালমান খান রয়েছেন।
বিষ্ণোই সালমান খানকে গত কয়েক বছর ধরে খুনের হুমকি দিয়ে যাচ্ছেন। অতি সম্প্রতি এ নায়কের বাড়ির সামনেও গুলি ছুড়ে পালিয়েছে তারই দলের লোকেরা।
সালমানের নিরাপত্তাহীনতার পরিস্থিতির খবরে ভারতের একাধিক গণমাধ্যমে প্রকাশ পেয়েছে, এমন পরিস্থিতিতে সালমানের পরিবার অস্বস্তিতে আছে।
প্রসঙ্গত, মুম্বাইয়ের শহরতলি বান্দ্রায় শনিবার দশেরার বাজি ফোটানোর সময় তিনবারের বিধায়ক বাবা সিদ্দিকীকে গুলি করে হত্যা করা হয়। এদিন রাতেই সালমান গুলিবিদ্ধ নেতাকে লীলাবতী হাসপাতালে দেখতে যান।
উল্লেখ্য, ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ শিকারে সালমানের নাম জড়িয়েছিল। এর বদলা নিতে ২০১১ সালে ‘রেডি’ সিনেমার শূটিংয়ের মাঝে সালমান খানকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় এসেছিলেন লরেন্স বিষ্ণোই।
বর্তমানে কয়েক ডজন মামলা মাথায় নিয়ে লরেন্স বিষ্ণোই গুজরাটের একটি কারাগারে বন্দি আছেন।