ফুটবল মাঠ থেকে তাবিথের প্রচারণা শুরু
অনলাইন ডেস্ক: কায়সার হামিদ, আলফাজ আহমেদ, আরমান মিয়া, গোলরক্ষক কানন, গোলরক্ষক বিপ্লব, গোলরক্ষক পান্নু, গোলরক্ষক নিজাম, গোলরক্ষক মিলন, গোলরক্ষক বিজন বড়ুয়া, ডিফেন্ডার শফিকুল ইসলাম মানিক, নজরুল, সুজন, মাসদু রানা, উইংব্যাক আতা, ওয়ালী ফয়সাল, ফিরোজ মাহমুদ টিটু, পারভেজ বাবু, মাঝমাঠের জাকির, স্বপন, রক্সি, মামুনুল, আক্রমণ ভাগের নকিব, গাউস, সাইফুর রহমান মনি, জোসী, ডন, জাহিদ হাসান এমিলি, রুপু, সাব্বির, অমিত খান শুভ্র, তপু, আব্দুল্লাহ পারভেজ, লুৎফর রহমান নয়ন, তাজু, স্ট্রাইকার রিতু, খোকন, বর্তমান জাতীয় দলের ডিফেন্ডার রেজা-কে না ছিলেন।
সাফ গেমস ফুটবল স্বর্ণপদক জয়ী খেলোয়াড় এবং সাফ চ্যাম্পিয়ন দলের অনেক ফুটবলার গতকাল বিকালে রাজধানীর বেরাইদে ফর্টিস এফসির মাঠে বাফুফের সভাপতি প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় উদ্বোধন করেন। শতাধিক ফুটবলারকে নিয়ে প্রীতি ম্যাচ আয়োজন করা হয়। উৎসব মুখর ছিল সবার অংশগ্রহণ। তাবিথ নিজেও ফুটবল খেলেছেন এমিলি, কানন, সুজন, আলফাজদের সঙ্গে। এমিলি মাইক্রোফোন তুলে প্রারম্ভিক বক্তব্য রাখেন। শব্দ চয়নে এমিলি সবার দৃষ্টি কাড়েন।
তাবিথ আউয়াল সাবেক ফুটবলার। বাফুফের সহ-সভাপতি ছিলেন। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিতে ছিলেন। জাতীয় দলের প্রয়োজনে তিনি নিজ পকেট থেকে খরচ দিয়েছেন। এবার বাফুফের সভাপতি পদে প্রার্থী হয়েছেন। তার নির্বাচনী প্রচারণাটা শুরু করলেন মাঠ হতে। মাঠে দাঁড়িয়ে নির্বাচনী প্রচারণার ঘোষণা দিলেন। সুন্দর উদ্যোগের সাধুবাদ জানিয়ে বক্তব্য দিয়েছেন আলফাজ আহমেদ, কায়সার হামিদ, জাকির প্রমুখ। তাবিথের নেতৃত্বে দেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার কথা বললেন সাবেক ফুটবলাররা। তাবিথের বিপক্ষে প্রতিপক্ষ দাঁড় করানো হয়েছে। সেটি নিয়ে কী ভাবছেন তাবিথ-আমি তখন ইয়ংমেন্স ক্লাবে খেলি। আমরা খুব একটা শক্তিশালী দল না। শেখ রাসেল ক্রীড়া চক্র শক্তিশালী। কিন্তু মাঠের লড়াইয়ে সেদিন আমরা শেখ রাসেলকে হারিয়েছিলাম-বললেন তাবিথ আউয়াল।’
পুরো খেলাসহ পুরো অনুষ্ঠানটা উপস্থাপনা করেছেন আরেক সাবেক নারী ফুটবলার মাহমুদা খাতুন। তাবিথের অনুষ্ঠানে বাফুফের নির্বাচনে এক ডজনের বেশি প্রার্থী ছিলেন। তারা হলেন, আমের খান, সাব্বির আহমেদ আরেফ, ফাহাদ করিম, রুম্মন বিন ওয়ালী সাব্বির, শফিকুল ইসলাম মানিক, সত্যজিত দাশ রূপু, খন্দকার রাকিবুল ইসলাম, কানন, গাউস, সাইফুর রহমান মনি, জাকির হোসেন চৌধুরী, বিজন বড়ুয়া, ইমতিয়াজ আহমেদ সবুজ, নোয়াখালীর মামুন, মানস চন্দ্র, হিলটন, মাহমুদা খাতুন অদিতি প্রমুখ।