গাজায় মসজিদে ইসরায়েলের অতর্কিত হামলা, নিহত ১৮ 

অনলাইন ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অতর্কিত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এবার কেন্দ্রীয় গাজার দেইর আল-আল বালাতে আল-আকসা হাসপাতালের কাছে একটি মসজিদে বিমান হামলা চালানো হয়েছে। এতে অন্তত ১৮ জন নিহত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদনে বলা হয়েছে, শুহাদা আল-আকসা মসজিদে এই হামলা হয়েছে। এতে আহত হয়েছে আরও কয়েক ডজন। প্রত্যক্ষদর্শীরা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা মসজিদটি বাস্তুচ্যুত লোকদের আবাসস্থল ছিল।

এর আগে ইসরায়েলি বিমান বাহিনী দেইর আল-বালাতে মসজিদে হামলার কথা নিশ্চিত করে। তারা দাবি করেছে, ওই মসজিদ হামাস ব্যবহার করত। ইসরায়েলের বিমান বাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল ও আইডিএফ বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসী অভিযান চালানোর জন্য হামাস সন্ত্রাসীরা মসজিদটি কমান্ড ও কন্ট্রোল কমপ্লেক্স হিসেবে ব্যবহার করত।

তবে হামলায় কতজন নিহত হয়েছে- সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি ইসরায়েলি বিমান বাহিনী। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, বেসামরিকদের ক্ষয়ক্ষতি কমাতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।

গত বছরের অক্টোবর থেকে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে তুমুল যুদ্ধ চলছে। এতে শুধু গাজায় নিহতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক।

Related Articles

Back to top button