ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী
অনলাইন ডেস্ক: দুর্গাপুজায় পরী হয়ে আসছেন টালিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী। ৮ অক্টোবর সিনেমাহলে মুক্তি পাবে তার ‘বহুরূপী’। এদিকে সিনেমা মুক্তির দুদিন আগেই বলিউড তারকা ক্যাটরিনা কাইফের সঙ্গে ধরা দিলেন ঋতাভরী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বলিউড ও টালিউডের দুই তারকা ক্যাটরিনা-ঋতাভরীকে ক্যামেরার সামনে একসঙ্গে পোজ দিতে দেখা গেল।
এদিকে দুই নায়িকাকে একসঙ্গে দেখে নেটিজেনরা অবাকই বটে।
অনেকের প্রশ্ন, হঠাৎ ক্যাটরিনার সঙ্গে কী করছেন ঋতাভরী? তবে কি বলিউডে নতুন কোনও সিনেমা করছেন তিনি?
জানা যায়, কোনও সিনেমা হয়। একসঙ্গে একটা গয়না প্রস্তুতকারক সংস্থার বিজ্ঞাপনে কাজ করেছেন ক্যাটরিনা-ঋতাভরী। তারা দুজনেই ওই সংস্থার সঙ্গে যুক্ত। সেই সংস্থারই একটি অনুষ্ঠানে হাজির ছিলেন তারা।
অনুষ্ঠানে ঋতাভরী পরেছিলেন হলুদ রঙের আনারকলি সালোয়ার কামিজ, আর ক্যাটরিনা পরেছিলেন তরুণ তাহিলানির ডিজাইন করা শাড়ি।
ক্যাটরিনার সঙ্গে ছবি সহ বিভিন্ন মুহূর্তের ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ঋতাভরী।