চলচ্চিত্রে তিন দশক পেরিয়ে আমিন খান
অনলাইন ডেস্ক: চলচ্চিত্র ক্যারিয়ারের তিন দশক অতিক্রম করেছেন চিত্রনায়ক আমিন খান। ১৯৯৩ সালের ১ অক্টোবর মোহাম্মদ হোসেন পরিচালিত ‘সনি কথাচিত্র’ প্রযোজিত ‘অবুঝ দুটি মন’ চলচ্চিত্রে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে আমিন খানের অভিষেক হয়। এর আগে ১৯৯০ সালে এফডিসি আয়োজিত ‘নতুন মুখের সন্ধানে’ আমিন খান নির্বাচিত হয়েছিলেন। প্রথম চলচ্চিত্রে তার নায়িকা ছিলো চাঁদনী। এ চলচ্চিত্রের ‘স্বর্গ হতে এই জগতে তুমি এসেছো আমি এসেছি’ গানটি সে সময় দারুণ জনপ্রিয়তা লাভ করে। মৌসুমীর বিপরীতে প্রথম আমিন খান ‘আম্মাজান’ চলচ্চিত্রে, শাবনূরের বিপরীতে দীলিপ সোম’র ‘হৃদয় আমার’, পপির বিপরীতে একই পরিচালকের ‘তোমার জন্য ভালোবাসা’ এবং পূর্ণিমার বিপরীতে বাদশা ভাই’র ‘কাল্লু মামা’ চলচ্চিত্রে অভিনয় করেন। এরপর তাদের সঙ্গে আরো বহু চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। আমিন খান অভিনীত আলোচিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘তোমার আমার প্রেম’, ‘ঠেকাও মাস্তান’,‘মুখোমুখি’, ‘ফুল নেবোনা অশ্রু নেবো’, ‘হৃদয়ের বন্ধন’, ‘বিপদজনক’,‘টোকাই থেকে হিরো’,‘মরণকামড়’, ‘চাকরের প্রেম’, ‘বিরোধীদল’, ‘আজ গায়ে হলুদ’ ইত্যাদি। চলচ্চিত্রে অভিনয়ের দীর্ঘ এই পথচলা প্রসঙ্গে আমিন খান বলেন, মহান আল্লাহর কাছে অসীম কৃতজ্ঞতা, আমার বাবা-মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাবা-মায়ের কারণে এই সুন্দর পৃথিবীতে আসা। আমার চাচা আবু হাসান খানের প্রতিও বিশেষভাবে কৃতজ্ঞ। তিনি আমাকে নতুন মুখের সন্ধানে প্রতিযোগিতায় নাম দেয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন। কৃতজ্ঞ মোহাম্মদ হোসেন ভাইয়ের প্রতি। তিনি তার প্রযোজনা সংস্থা থেকে আমাকে নিয়ে প্রথম চলচ্চিত্র নির্মাণ করেন। পরবর্তীতে বাদল খন্দকার, এফ আই মানিক, মনতাজুর রহমান আকবরসহ আরো অনেকেই আমাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছেন। সব পরিচালক, প্রযোজক, আমার সহশিল্পী, সিনেমাটোগ্রাফার’সহ সংবাদ মাধ্যম ও দর্শকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আন্তরিক ভালোবাসা আমার সহধর্মিনী স্নিগ্ধার প্রতি। ভীষণ মায়া ভালোবাসায় স্নিগ্ধা আমার সংসারটা সাজিয়েছে।