২৬ রানে পিছিয়ে বাংলাদেশ, শেষ দিনে রোমাঞ্চের অপেক্ষা
অনলাইন ডেস্ক: কানপুর টেস্টের পঞ্চম দিনে রোমাঞ্চ অপেক্ষা করছে। প্রায় আড়াই দিন বৃষ্টিতে নষ্ট হলেও রেজাল্ট হতে পারে পঞ্চম দিনে। মুমিনুল হকের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। জবাবে ব্যাট আক্রমণাত্নক ব্যাটিংয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করেছে ভারত। ৫২ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করে দিন চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। ২৬ রানে পিছিয়ে আছে টাইগাররা।
৫২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। এই ইনিংসেও ব্যর্থ ওপেনার জাকির হাসান দলীয় ১৮ রানে ১৫ বলে ১০ রান করে আউট হন এই টাইগার ওপেনার।
জাকিরের বিদায়ের পর নাইট ওয়াচম্যাচ হিসেবে ক্রিজে আসেন হাসান মাহমুদ। তবে দ্রুতই সাজঘরে ফিরে যান তিনি। দলীয় ২৬ রানে ৯ বলে ৪ রান করে আউট হন হাসান।
শেষ পর্যন্ত ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ২৬ রান সংগ্রহ করে চতুর্থ দিন শেষ করেছে বাংলাদেশ। সাদমান ৪০ বলে ৭ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে রবিচন্দ্রন অশ্বিন নিয়েছেন ২টি উইকেট।
এর আগে ২৩৩ রানের জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্নক ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রানে ইনিংস ঘোষণা করে ভারত। আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন জয়সওয়াল ও লোকেশ রাহুল।
জয়সওয়াল ৫২ বলে ৭১ ও রাহুল ৪৩ বলে ৬৮ রান করেন। সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ নেন ৪টি করে উইকেট।