বাংলাদেশকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন ভারত
অনলাইন ডেস্ক: সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতা হলো না বাংলাদেশের। ফাইনালে ভারত শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। বাংলাদেশকে তারা ২-০ গোলে হারিয়েছে।
ভারত দু’টি গোলই করেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। ৫৮ মিনিটে কর্নার থেকে ভারত প্রথম লিড নেয়। ডান প্রান্ত থেকে করা কর্নার দুই ডিফেন্ডারের মধ্যে ভারতীয় ফুটবলার হেডে গোল করেন। বাংলাদেশের গোলরক্ষকের তাকিয়ে দেখা ছাড়া বিকল্প ছিল না।
বাংলাদেশ সেমিফাইনালে দুই গোলে পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল। ফাইনালেও চেষ্টা ছিল সমতা আনার। খেলায় ফেরার সুযোগও পেয়েছিল। দুই বার গোলরক্ষককে বক্সের মধ্যে একা পেয়েও বল জালে পাঠাতে পারেনি বাংলাদেশ।
বাংলাদেশ সেমিফাইনালে ইনজুরি সময়ে সমতা এনেছিল। ফাইনালে ৬ মিনিট ইনজুরি সময় দেন রেফারি। তাই খানিকটা আশা ছিল বাংলাদেশের। তবে আজ ফাইনালে অবশ্য অন্য চিত্র হয়েছে। সমতা আনার পরিবর্তে ইনজুরি সময়ের চতুর্থ মিনিটে আরেকটি গোল হজম করে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত শটে ভারত ২-০ গোলের লিড নিয়ে শিরোপা নিশ্চিত করে।
বাংলাদেশ দল আগামীকাল সকালে দেশে ফিরবে।