ফেনীতে ২৮ লাখ টাকার চোরাই শাড়ি-রসুন জব্দ

নিজস্ব প্রতিবেদক: ফেনীতে প্রায় ২৮ লাখ টাকার চোরাই শাড়ি ও বাংলাদেশি রসুন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ফেনীস্থ ৪ বিজিবি সূত্রে এ তথ্য জানা যায়।

জানা যায়, এর আগে রোববার (২৯ সেপ্টেম্বর) রাতে জেলার ছাগলনাইয়া উপজেলার উত্তর যশপুর ও ফুলগাজী উপজেলার গজারিয়া এলাকা থেকে এসব পণ্য জব্দ করা হয়।যার আনুমানিক বাজার মূল্য ২৭ লাখ ৮৬ হাজার ৫০০ টাকা।

এর মধ্যে বিজিবির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশপুর বিওপির বিশেষ টহল দল রোববার রাতে চোরাচালানবিরোধী অভিযানে সীমান্তবর্তী ওই এলাকা থেকে ১০ বস্তা ভারতীয় শাড়ি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য ২৬ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা।

একইসঙ্গে পৃথক অভিযান চালিয়ে খেজুরিয়া বিওপির নিয়মিত টহল দল পৃথক অভিযানে পাচারের জন্য রাখা ৩০০ কেজি বাংলাদেশি রসুন জব্দ করে। যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮ হাজার টাকা।

ফেনীস্থ-৪ বিজিবির আর্টিলারি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জি+ বিষয়টি নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান বন্ধে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালানের জব্দকৃত পণ্যগুলো জেলার শুল্ক অফিসে জমা দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button