মুক্তি পাচ্ছে ইকবাল হোসাইন চৌধুরীর ‘বলী’, তবে…

অনলাইন ডেস্ক: অবশেষে মুক্তি পাচ্ছে দেশের বাইরে থেকে সম্মান বয়ে আনা চলচ্চিত্র ‘বলী’ (দ্য রেসলার)। তবে দেশের মাটিতে নয়, মুক্তিও পাচ্ছে বিদেশেই। আজ থেকে কানাডায় দেখা যাবে ছবি। সিনেমাটি ২৮তম বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সর্বোচ্চ নিউ কারেন্টস পুরস্কার জিতেছিল, যা ছিল দেশের সিনেমার জন্য উল্লেখযোগ্য পুরস্কারের একটি।

দর্শকদের আগ্রহ তৈরি হওয়া সেই সিনেমাটি হঠাৎ মুক্তি পাওয়া নিয়ে সিনেমাপ্রেমীদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
সিনেমার পরিচালক ইকবাল হোসাইন চৌধুরী কালের কণ্ঠকে জানান, ছবিটি কানাডায় মুক্তি পাচ্ছে। সেখানে সপ্তাহব্যাপী চলবে।

বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলের ‘বলী’ খেলাকে কেন্দ্র করেই সিনেমার গল্প।

সেই সময় ‘বলী’ (দ্য রেসলার) সিনেমাটি সম্পর্কে বুসান উৎসবে নিউ কারেন্টস বিভাগের বিচারকদের পক্ষ থেকে বলা হয়েছিল, “ইকবাল হোসাইন চৌধুরীর ‘দ্য রেসলার’ ছবিটি যেন দুর্দান্ত এক সিঙ্গেল রাউন্ড ম্যাচ, যেখানে জাদুকরীভাবে গল্প বলা হয়েছে।”
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদানের ছবি ‘বলী’ (দ্য রেসলার)। ছবিটির প্রযোজক পিপলু আর খান। সহপ্রযোজক হিসেবে আছেন সাইফুল আজিম ও গাউসুল আলম শাওন।

প্রধান চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। সাগরপারের এক ক্ষ্যাপাটে জেলের চরিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়া আরো অভিনয় করেছেন প্রিয়াম অর্চি, অ্যাঞ্জেল নূর, এ কে এম ইতমাম প্রমুখ।

Related Articles

Back to top button