পরিচালক হিসেবে কবে পর্দায় আসছেন কুসুম শিকদার?

অনলাইন ডেস্ক: অনেক দিন চুপচাপই ছিলেন। নীরবতা ভেঙে সামনে এলেন কুসুম শিকদার। তবে অভিনেত্রীর বাইরেও তার আরো একটি পরিচয় সামনে এলো তার। পরিচালক।

হ্যাঁ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই লাক্সতারকা কুসুম শিকদার আবির্ভূত হয়েছেন পরিচালক হিসেবে। ছবিটির নাম ‘শরতের জবা’। অভিনয়ের পাশাপাশি প্রথমবার ছবি পরিচালনা করলেন তিনি। তার পরিচালনার ‘হাতযশ’ দেখার অপেক্ষা করতে হবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।

কারণ ওই দিনই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।

শনিবার দুপুর ১২টায় চ্যানেল আইয়ের ছাদবারান্দায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ছবিটির মুক্তির ঘোষণা দেন কুসুম।

নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে আনছেন কুসুম। এটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম ও পহরডাঙ্গা পিকচার্স।

২০২১ সালের বইমেলায় কুসুম শিকদারের এই বইটি ‘অজাগতিক ছায়া’ তাম্রলিপি প্রকাশনী থেকে বের হয়েছিল।

সংবাদ সম্মেলনে কথা বলছেন কুসুম শিকদার
একজন একাকী নারীর রহস্যময় জীবনের গল্প ‘শরতের জবা’। অতৃপ্ত প্রেম, আঘাতের পর আঘাত, কিছু অপ্রত্যাশিত মৃত্যু জড়ানো জবার জীবন নানা সময়ে একেক প্রশ্নের জন্ম দেয়। জবা কি আসলেই খুনি? নাকি অদৃশ্য কোনো শক্তি রয়েছে তার সঙ্গে? এমন থ্রিলার গল্পে নির্মিত হয়েছে ‘শরতের জবা’।

কুসুম শিকদার ছাড়াও চলচ্চিত্রটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিতু আহসান, ইয়াশ রোহান, নিদ্রা দে নেহা, নরেশ ভূঁইয়া, শহিদুল আলম সাচ্চু।

১১ অক্টোবর থেকে সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ‘শরতের জবা’ মুক্তির কথা রয়েছে। পরবর্তীতে এটি আই স্ক্রিনেও মুক্তি দেওয়া হবে।

Related Articles

Back to top button