মন্ত্রণালয়ের কাজে দক্ষতা বাড়ানোর উপায় বাতলে দিলেন পিনাকী ভট্টাচার্য

অনলাইন ডেস্ক: মন্ত্রণালয়ের কাজে কীভাবে দক্ষতা বাড়ানো যেতে পারে সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্ট এ পরামর্শ দেন তিনি।

পিনাকী ভট্টাচার্য লিখেন, আসিফ মাহমুদ এক ট্রলি ফাইলের ছবি দিয়েছে। আপনি যদি সেই কাগজগুলো দেখেন তাহলে বুঝবেন সব ফাইল শুধু একবার পড়তে কয়েক মাস লাগবে। আমাদের ব্যুরোক্রেসি এত ইন-এফিসিয়েন্ট হওয়ার কারণ এই পেপার বেইসড ডকুমেন্টেশন।

দ্রুত মন্ত্রণালয়গুলো পেপারলেস করতে হবে উল্লেখ করে তিনি আরও লিখেন, এতে ইফিসিয়েন্সি বাড়বে। কোনো কাজে কতো সময় লাগছে সেটা জানা যাবে। কাজটা কোথায় আটকে আছে? বটলনেক কোথায়? সেটা জানা যাবে। কম লোক লাগবে, আর ফাইল হারাবে না। ফিজিক্যাল স্টোরেজ স্পেইস কমবে।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নিয়ে হাস্যরস করে এই সোশ্যাল অ্যাক্টিভিস্ট লিখেন, হাসিনার ডিজিটাল বাংলাদেশের আওয়াজে ভাবছিলাম সবকিছু ডিজিটাল হইছে। কিন্তু না, টাল হইছে, ডিজি-টা এখনো ফুটে নাই।

Related Articles

Back to top button