কক্সবাজারে ইয়াবা গডফাদার মনির বিজিবির কবজায়

অনলাইন ডেস্ক: কক্সবাজারের উখিয়ায় বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলার প্রধান আসামি এবং তালিকাভুক্ত ইয়াবা গডফাদার মনির হোসেন ওরফে ‘মনির’কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি)।

গতকাল মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মনির হোসেন উখিয়ার পালংখালী ইউনিয়নের ধামনখালী এলাকার বাসিন্দা জব্বর মুল্লুকের ছেলে। আটক মনির হোসেন কেবল একজন মাদক ব্যবসায়ীই নন, বরং তিনি উখিয়ার বহুল আলোচিত শাহজাহান হত্যা মামলারও প্রধান আসামি। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক হত্যা এবং মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে এবং বেশ কয়েকটি মামলায় তিনি জামিনে মুক্ত ছিলেন বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, মনির হোসেন ইয়াবা পাচারের অর্থ ভাগাভাগির উদ্দেশ্যে রহমতের বিল এলাকায় অবস্থান করবেন। সেই তথ্যের ভিত্তিতে বালুখালী বিওপির একটি স্পেশাল দল আগেভাগেই কৌশলে এলাকায় অবস্থান নেয়। অভিযানের একপর্যায়ে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও মনিরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়। পরে তাকে ব্যাটালিয়ন সদরে নিয়ে গিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সীমান্তে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন তিনি।

এ ব্যাপারে ৬৪ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন বলেন,আমরা শুধু বহনকারী বা মাঠপর্যায়ের পাচারকারীদের নয়, বরং মূল হোতা এবং মাদক নেটওয়ার্কের গডফাদারদের ধরতে প্রতিজ্ঞাবদ্ধ। মনির হোসেন তাদেরই একজন; যিনি দীর্ঘ দিন ধরে পর্দার আড়ালে থেকে ইয়াবা সিন্ডিকেট চালিয়ে আসছিলেন। আমাদের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মনির হোসেনকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Back to top button