বাস-ট্রাক সংঘর্ষে ৩ নারী পোশাক শ্রমিক নিহত
অনলাইন ডেস্ক: মানিকগঞ্জে পোশাক শ্রমিকদের বহনকারী বাসের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন নারী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বোয়ালী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
বাসটি মানিকগঞ্জের তারাসিমা গার্মেন্টসের বলে জানা গেছে। পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, সকালে বোয়ালী ব্রিজ এলাকায় বাসটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হন। আহত হন অন্তত ২২ জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও দুই নারী মারা যান।
দুর্ঘটনায় তিনজনের প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন বরংগাইল হাইওয়ে পুলিশের ওসি মো. ইব্রাহিম। তিনি জানান, বাস-ট্রাক সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাদের নামপরিচয় এখনো পাওয়া যায়নি।