বার্সা কোচের চোখে লেভানডফস্কিই গত এক দশকের সেরা ৯ নম্বর

স্পোর্টস ডেস্ক: ১০ বছরে ৯ নম্বর জার্সির স্ট্রাইকার একেবারে কম দেখা যায়নি। বার্সেলোনায় লুইস সুয়ারেজের দিনগুলো মনে করা যায়। কিংবা রিয়াল মাদ্রিদে করিম বেনজেমা ও হাল আমলে ম্যানচেস্টার সিটির আর্লিং হলান্ডকেও বাদ দেওয়া যায় না। কিন্তু বার্সেলোনা কোচ হান্সি ফ্লিকের চোখে গত এক দশকের মধ্যে সেরা ‘৯ নম্বর’ জার্সির খেলোয়াড় হলেন রবার্ট লেভানডফস্কি।

লা লিগায় গতকাল হেতাফের বিপক্ষে ১–০ গোলে জয়ের পর এ কথা বলেন জার্মান এই কোচ। ১৯ মিনিটে গোল করেন বার্সার পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কি। এ নিয়ে লিগে ৭ ম্যাচে ৭ গোল করলেন লেভা।

লা লিগায় এবারের মৌসুমে বার্সার প্রথম ৭ ম্যাচের সব কটিতেই জয় পেলেন ফ্লিক। স্পেনের শীর্ষ এই ক্লাব প্রতিযোগিতায় কোচ হিসেবে অভিষেক মৌসুমে ফ্লিকের আগে প্রথম ৭ ম্যাচেই জয় পেয়েছেন তিনজন কোচ—হোসে মানুয়েল দিয়াজ (স্পোর্তিং গিহন, ১৯৭৯), ভান্দেরলেই লুক্সেমবুর্গো (রিয়াল মাদ্রিদ, ২০০৫) ও জেরার্দো মার্তিনো (বার্সেলোনা, ২০১৩)।

আমার চোখে সে (লেভানডফস্কি) গত এক দশকের সেরা ৯ নম্বর। তার কাজটা গোলের সামনে, বক্সে এবং সে দারুণ করছে।
হান্সি ফ্লিক, বার্সেলোনা কোচ
নিয়মিত একাদশের ৭ খেলোয়াড় ছাড়াই এ ম্যাচে দল সাজিয়েছিলেন ফ্লিক। প্রায় ৮০ শতাংশ সময় বল দখলে রাখার পাশাপাশি ১৬টি গোলের প্রচেষ্টা চালিয়ে দাপট ছড়িয়েছে বার্সা। বেশ কিছু সুযোগ নষ্ট করেছেন বার্সার আক্রমণভাগের খেলোয়াড়েরা।

সপ্তাহে বেতন ৬ কোটি টাকা, প্রিমিয়ার লিগে যেন টাকা ওড়ে
জয়ের পর লেভানডফস্কির প্রশংসা করে বার্সা কোচ ফ্লিক বলেন, ‘আমার চোখে সে (লেভানডফস্কি) গত এক দশকের সেরা ৯ নম্বর। তার কাজটা গোলের সামনে, বক্সে এবং সে দারুণ করছে। খেলোয়াড়েরা তাকে শেষ পাসটি দেয় এবং এটাই (গোল) ঘটে। প্রথমবারের মতো আমরা প্রথমার্ধে দ্রুতলয়ে খেলে তিন পাসে একটি গোল করেছি। আমরা এটাই দেখতে চাই।’

লা লিগায় এবার নিজেদের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সেরা শুরুর দেখা পেল বার্সা। ২০১৭–১৮ মৌসুমে প্রথম ৭টি ম্যাচ জিতেছিল কাতালান ক্লাবটি। ২০১৩–১৪ মৌসুমে জিতেছিল প্রথম ৮ ম্যাচ। বার্সা এবারের লিগে এ পর্যন্ত প্রতিপক্ষের জালে ২৩ গোলের পাশাপাশি হজম করেছে মাত্র ৫ গোল। ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ফ্লিকের দল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রিয়াল মাদ্রিদ। ১৩ পয়েন্ট নিয়ে তৃতীয় অ্যাথলেটিক বিলবাও।

Related Articles

Back to top button