প্যান্টের পকেটে মিললো আড়াই কেজি সোনা

যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর ) সকালে বেনাপোল বন্দর থানার বেনাপোল কাঁচাবাজার এলাকায় এক মোটরসাইকেল আরোহীর প্যান্টের পকেটে বিশেষ ব্যবস্থায় রাখা সোনার বারগুলো উদ্ধার করা হয়।

এ ঘটনায় কদম আলী (৩৫) নামের এক পাচারকারীকে গ্রেপ্তার করেছেন বিজিবির সদস্যরা। কদম আলী বেনাপোল বন্দর থানার পুটখালী গ্রামের আজিজুর রহমানের ছেলে।

শ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষশ্রীপুরে ঝুট ব্যবসা নিয়ে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ
সোনার বারের ওজন ২ কেজি ৩৫০ গ্রাম, যার মূল্য ২ কোটি ৩৮ লাখ ৫ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, আজ সকালে বেনাপোল বন্দর থানার সীমান্ত এলাকা দিয়ে ভারতে সোনা পাচার হবে, গোপন সূত্রে এ খবর পায় বিজিবি। এরপর বিজিবি বেনাপোল তল্লাশিচৌকির (বিওপি) একটি টহল দল বেনাপোল বন্দর থানার বেনাপোল কাঁচাবাজার এলাকায় যশোর-বেনাপোল মহাসড়কের ওপর তল্লাশি অভিযান শুরু করে। সকাল সাড়ে সাতটার দিকে একটি মোটরসাইকেলে কদম আলী সেখান দিয়ে যাচ্ছিলেন। বিজিবির সদস্যরা এ সময় মোটরসাইকেলটি থামিয়ে তাকে তল্লাশি করেন। এ সময় তার প্যান্টের পকেটে স্কচটেপ দিয়ে বিশেষ ব্যবস্থায় রাখা ৫টি সোনার বার পাওয়া যায়।

শিবগঞ্জে আকস্মিক বন্যা, পানিবন্দী ৩৬ হাজার মানুষশিবগঞ্জে আকস্মিক বন্যা, পানিবন্দী ৩৬ হাজার মানুষ
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কদম আলীর বিরুদ্ধে বেনাপোল থানায় মামলা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।

Related Articles

Back to top button