কোরীয় অভিনেত্রী ক্লাউডিয়া কিমের বিবাহবিচ্ছেদ

অনলাইন ডেস্ক: পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন কোরীয় অভিনেত্রী ক্লাউডিয়া কিম। কোরীয় সংবাদমাধ্যম স্টারনিউজ বিবাহবিচ্ছেদের খবর প্রকাশের পর ক্লাউডিয়ার এজেন্সি ওয়াইজি এন্টারটেইনমেন্ট বিষয়টি নিশ্চিত করেছে।

এক বিবৃতিতে ওয়াইজি এন্টারটেইনমেন্ট লিখেছে, ‘দুই পক্ষের আলোচনার ভিত্তিতে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন ক্লাউডিয়া কিম।’

এজেন্সি আরও লিখেছে, ‘যদিও তাঁরা আলাদা হয়েছেন, তবে একে অপরের প্রতি সহমর্মিতা থাকবে। বিষয়টি নিয়ে কোনো কটু মন্তব্য করা থেকে বিরত থাকার অনুরোধ করছি।’

২০১৯ সালে উইওয়ার্ক কোরিয়ার সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা চামিন জিউনকে বিয়ে করেন ক্লাউডিয়া। দুজনের সংসারে এক মেয়েসন্তান রয়েছে।

দ্য আটিপিক্যাল ফ্যামিলিসহ বেশ কয়েকটি আলোচিত ড্রামায় অভিনয় করেছেন এই তারকা অভিনেত্রী। কোরীয় সিনেমায়ও অভিষেক ঘটছে তাঁর। আগামী ৯ অক্টোবর মুক্তি পাবে তাঁর প্রথম সিনেমা আ নরমাল ফ্যামিলি।

Related Articles

Back to top button