বাফুফে সভাপতি পদে নির্বাচনের ঘোষণা তাবিথের

অনলাইন ডেস্ক: বেশ কিছু দিন ধরে গুঞ্জন ছিল আসন্ন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি পদে নির্বাচন করবেন তাবিথ আওয়াল। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো। সভাপতি পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন বাফুফের সাবেক এই সহ-সভাপতি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর এক হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তাবিথ আউয়াল বলেন, ‘বাফুফে নির্বাচনে আমি সভাপতি নির্বাচন করতে আগ্রহী। ফুটবল সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই। এটা আসলে আনুষ্ঠানিকতা হবে তখন যখন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করব।’

সভাপতি পদে জয়ের ব্যাপারে আশাবাদী তাবিথ। তিনি বলেন, ‘কাউন্সিলররা আমাকে দুই বার সভাপতি নির্বাচিত করেছে। আশা করি এবার সভাপতি পদেও ভোট দেবেন। আমি সভাপতি পদে আগ্রহ প্রকাশ করেছি। নির্বাচনে অন্য পদে কারা ইচ্ছুক। সবার সঙ্গে আলোচনা করে প্যানেল।’

এর আগে নির্বাচন না করার ঘোষণা দেন চার বারের বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এরপরই ক্রীড়া সংগঠক তরফদার রুহুল আমিন সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা দেন।

Related Articles

Back to top button