কোনো সচেতন শ্রমিক কারখানা ভাঙচুর করতে পারে না: সাইফুল হক

নিজস্ব প্রতিবেদক: কোনো সচেতন শ্রমিক নিজের কারখানা বা প্রতিষ্ঠান ভাঙচুর করতে পারে না বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আজ মিরপুর অঞ্চলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

সাভারের আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষে উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক বলেন, রখানা বন্ধ করে দেওয়া সংকটের সমাধান করবে না। শ্রমিকদের সঙ্গে আলাপ-আলোচনা করে শ্রমিকদের ন্যায্য দাবি পূরণসহ সংকট সমাধানের উদ্যোগ নিতে মালিক ও সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক বলেন, ‘কোনো সচেতন শ্রমিক নিজের কারখানা বা প্রতিষ্ঠান ভাঙচুর করতে পারে না। শিল্পাঞ্চলে অস্থিরতায় বিশেষ কোন কায়েমি স্বার্থান্বেষী ইন্ধন রয়েছে কি না, তাও খতিয়ে দেখার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এ ছাড়াও ঝুট ব্যবসায়ীদের দৌরাত্ম বন্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানাই।’

তিনি প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য জাতীয় ন্যুনতম মজুরি কমিশন গঠন করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এবং বলেছেন জীবনযাত্রার সামগ্রিক ব্যয় বিবেচনায় নিয়ে দ্রুততার সঙ্গে মজুরি কমিশন গঠনের উদ্যোগ নেওয়া দরকার। তিনি অনতিবিলম্বে শ্রমিকদের জন্য মহার্ঘ ভাতা চালু করারও দাবি জানান।

ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের পরিবারসমূহের পুনর্বাসনের জন্য সরকারের প্রতি আহ্বান জানান সাইফুল হক।

এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জামিলুর রহমান ডালিম, মোহাম্মদ হোসেন, মোহাম্মদ রফিক, জামাল সিকদার রাজেশ খান, পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, মীর মোফাজ্জল হোসেন মোশতাক প্রমুখ।

Related Articles

Back to top button