স্ত্রীসহ ছেলুন জোয়ার্দারের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা-১ আসনের সাবেক সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ওরফে ছেলুন জোয়ার্দার ও তার স্ত্রী আকতারি জোয়ার্দারের দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।আজ রবিবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন।

দুদকের সহকারী পরিচালক মো. আমিনুল ইসলাম জানান, দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মীর আহাম্মদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত সার্বিক বিষয় বিবেচনা করে তাদের দেশত্যাগের আবেদন মঞ্জুর করেন।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ গুরুত্বপূর্ণ আলামত এবং অবৈধ টাকাসহ যেকোনো মুহূর্তে দেশ ত্যাগ করতে পারেন। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির বিদেশ গমনে নিষেধাজ্ঞা আবশ্যক।

Related Articles

Back to top button