বরিশালে বাস থেকে ৪২ রাউন্ড গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: বরিশালে মাদক উদ্ধার অভিযানে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস থেকে ৪২ রাউন্ড পিস্তলের গুলিসহ একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে বরিশাল মহাগর পুলিশের এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এনায়েত হোসেন জানান, মাদক উদ্ধারের জন্য তাদের একটি দল রহমতপুর বাসস্ট্যান্ড এলাকায় তল্লাশী চৌকি স্থাপন করেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস থামানো হয়। তখন বাসের একটি আসনের উপর ব্যাগ পড়ে থাকতে দেখে বাসের সুপারভাইজার। তিনি ব্যাগের মালিককে সন্ধান করে পাননি। পরে ব্যাগ খুলে একটি বক্স দেখতে পান। বক্সটি খুলে গুলি দেখে তাকে জানিয়েছেন।

সহকারী পরিচালক বলেন, ব্যাগের মধ্যে বাক্স ছাড়াও একটি খালি ম্যাগজিন, কিছু কাপড়, দুইটি মোবাইল ফোন ও কিছু কাগজপত্র উদ্ধার করা হয়। পরে বিষয়টি এয়ারপোর্ট থানার ওসিকে জানানো হয়। তারা এলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এয়ারপোর্ট থানার ওসি জাকির সিকদার বলেন, কাউকে পাওয়া যায়নি। যে কাগজপত্র পাওয়া গিয়েছে, সেখানে নামের সাথে কোন মিল নেই। তাই আপাতত এ ঘটনায় জিডি করা হবে। তদন্ত করে পরবর্তি ব্যবস্থা নেয়া হবে জানিয়েছেন ওসি।

Related Articles

Back to top button