খালেদা জিয়া মানসিকভাবে অনেক শক্ত : মুশফিকুল আনসারী
অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন তাঁর সাবেক সহকারী প্রেস সচিব ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী।
গতকাল শনিবার রাত সাড়ে আটটা থেকে বিএনপি চেয়ারপারসনের সাথে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আনসারী।
আনসারী জানান, মূলত খালেদা জিয়ার শারীরিক অবস্থার ব্যাপারে খোঁজ নিতেই এসেছিলেন। খালেদা জিয়াকে মানসিকভাবে অনেক শক্ত বলে তাঁর মনে হয়েছে।
খালেদা জিয়া ছিলেন গণমানুষের নেত্রী উল্লেখ করে তিনি বলেন, সবসময়ই খালেদা জিয়া দেশের মানুষের কথা ভেবেছেন। আর তাই বিগত স্বৈরাচারী সরকার তাঁকে রাজনীতি থেকে সরিয়ে ফেলতে চেয়েছিল বলেও মন্তব্য করেন এই সাংবাদিক। এসময় দেশবাসীর কাছে খালেদা জিয়ার জন্য দোয়া চান তিনি।