আইন নিজের হাতে তুলে না নিতে ঢাবি প্রশাসনের নির্দেশনা

অনলাইন ডেস্ক: যে কোনো পরিস্থিতিতে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন।

শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়, ‘দেশের চলমান পরিস্থিতিতে কোনোভাবেই ‘মব জাস্টিস’ কাম্য নয়। আইন নিজের হাতে তুলে নিলে কিংবা মব জাস্টিসের পরিস্থিতি ঘটালে প্রশাসন কঠোর হতে বাধ্য হবে। সন্দেহজনক কোনো ব্যক্তির কারণে অনাকাঙ্খিত পরিস্থিতির উদ্ভব হলে অবিলম্বে সংশ্লিষ্ট বিভাগ, হল প্রশাসন এবং প্রক্টরিয়াল বডিকে অবহিত করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।’

Related Articles

Back to top button