পর্তুগালে ১ বছরে নিয়মিত হয়েছেন দ্বিগুণ বাংলাদেশি
অনলাইন ডেস্ক: পর্তুগালে ২০২৩ সালের অভিবাসন রিপোর্ট দেখা যায় ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি গত এক বছরে পর্তুগালে নিয়মিত হয়েছেন বা দেশটিতে বসবাস অনুমতি বা রেসিডেন্ট কার্ড পেয়েছেন। যা পূর্ববর্তী বছরের তুলনায় দ্বিগুণ বলা চলে। গত ২০২২ সালে নতুন করে বসবাস অনুমতি ছিল ৬,১৫৩ জন বাংলাদেশী নাগরিক।
রিপোর্টে দেখা যায় পর্তুগালে বর্তমানে ১০ লাখ ৪৪ হাজার ২৩৮ জন বিদেশি নাগরিক বসবাস করছেন যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি। গত ২০২২ সালের তুলনায় বিদেশি নাগরিকদের নিয়মিত হওয়া বেড়েছে ৩৩.৭১ শতাংশ।
পর্তুগালের অভিবাসন সংস্থার রিপোর্টে আরো জানা যায় ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বসবাস অনুমতি বা রেসিডেন্ট কার্ড নিয়ে দেশটিতে বসবাস করছেন ২৫ হাজার ৬৬৬ জন বাংলাদেশী এর মধ্যে পুরুষ ২০ হাজার ৩৯৫ জন এবং মহিলা ৫ হাজার ২৭১ জন।
তবে গতবছর দেশটিতে সবচেয়ে বেশি রেস্টুরেন্ট কার্ড পেয়েছে ব্রাজিলের নাগরিকরা দেশটির ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন নাগরিক নিয়মিত হয়েছেন। বিশ্বের সবগুলো দেশের হিসেবে বলা যায় বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের ঠিক পরেই রয়েছে ইতালি, নেপাল, যুক্তরাজ্য।
তবে দেশটিতে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশের সংখ্যা এখনো নেহাত কম নয় ধারণা করা হচ্ছে দেশটির অভিবাসন সংস্থা আইমা এর আবেদন প্রসেস সম্পন্নের দীর্ঘসূত্রিতার কারণে প্রায় আরো ২০ হাজারেরও বেশি বাংলাদেশি অপেক্ষমান রয়েছেন।