টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আশাবাদী শরিফুল
অনলাইন ডেস্ক: পাকিস্তান সিরিজ থেকে পাওয়া চোট-পরবর্তী পুনর্বাসন-প্রক্রিয়া নিয়ে কাজ করছেন পেসার শরিফুল ইসলাম। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলা হচ্ছে না এই বাঁহাতি পেসারের। তবে টি-টোয়েন্টি সিরিজ নিয়ে তিনি আশাবাদী। গতকাল শরিফুল বলেছেন, ‘আস্তে আস্তে কাজ শুরু করেছি। রিহ্যাব চলছে প্রতিদিন। বোলিং করছি। ২ তারিখে দল যাওয়ার আগে প্রস্তুত হয়ে যাব।’
দলের বিষয়ে বলেছেন, ‘আমাদের একটা ভালো পেস অ্যাটাক আছে। এখন যারা বাইরে আছে, তারাও খুব ভালো। পাকিস্তানে আমরা ভালো করেছি, ভারতেও ভালো করব। কারণ আমাদের পেসাররা সবাই ভালো ফরমে আছে। এটা বাংলাদেশের জন্য খুব ভালো। আগেও অনেক ভালো বোলার ছিল। কিন্তু পেছনে এত বোলার ছিল না। যারা খেলছে, তারা তো ভালো, পেছনেও ব্যাকআপ আছে।’
নিজের অনুশীলন নিয়ে শরিফুল বলেছেন, ‘অনেক দিন পর সাদা বল ধরেছি। কিছুদিন ধরে লাল বলে খেলার কারণে একটু আলাদা লাগছে। সব মিলিয়ে ভালোই লাগছে।’
ফিটনেসের বিষয়ে শরিফুল বলেছেন, ‘আমরা সবাই নিজেদের ফিটনেস নিয়ে কাজ করি। সবাই সবার জায়গা থেকে উন্নতি করার চেষ্টা করছে। ২০ ওভারের ক্রিকেটে বল করাটা এখন কোনো সমস্যা হওয়ার কথা নয়। আগের রবি থেকে পেসার, স্পিনার, ব্যাটার সবার ফিটনেস উন্নত হয়েছে। এজন্য ফিজিও, ট্রেইনারদের ধন্যবাদ দিতে হয়। তারা অনেক কাজ করছেন আমাদের নিয়ে।’
তিনি আরও বলেছেন, ‘আমরা নিজেরাই চ্যালেঞ্জ নিয়ে কাজ করি যে, ফিটনেস ঠিক থাকলে দেশের ক্রিকেটকে আরো এগিয়ে নেওয়া যাবে।’