নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি টঙ্গী থেকে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: নেত্রকোনা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নেত্রকোনা পৌরসভার সাবেক মেয়র প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল রোববার (৬ জুলাই) দিবাগত রাত ১১টার দিকে গাজীপুরের টঙ্গী এলাকার দত্তপাড়া থেকে নেত্রকোনা সদর থানা এবং ডিবি পুলিশের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রশান্ত কুমার রায়কে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ।
সম্প্রতি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে বর্তমান সরকার। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে প্রশান্ত কুমার রায়ের বিরুদ্ধে নেত্রকোনায় ৭-৮টি নাশকতার মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ গণমাধ্যমকে বলেন, গোয়েন্দা তথ্য ও তথ্য প্রযুক্তির সহায়তায় টঙ্গীতে তার অবস্থান নিশ্চিত করে পুলিশ ও ডিবি। অবস্থান নিশ্চিত হওয়ার পর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। টঙ্গী থেকে নেত্রকোনায় প্রশান্ত রায়কে আনা হচ্ছে। তার বিরুদ্ধে থানায় ৭ থেকে ৮টি নাশকতার মামলা রয়েছে। সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে।