এমবাপ্পে-এন্দ্রিকের গোলে রিয়ালের জয় 

অনলাইন ডেস্ক: নতুন মৌসুমে নতুন ফরম্যাটে মাঠে গড়িয়েছে উয়েফা চ্যাম্পিয়নস লিগ। নতুন মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কিলিয়ান এমবাপ্পে ও এন্দ্রিকের গোলে ভিএফবি স্টুটগার্টকে ৩-১ গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) খেলতে নেমে বেশ বেগ পেতে হয়েছে রিয়ালকে। জয় পেলেও নিজেদের সেরাটা খেলতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। গোলরক্ষক থিবো কর্তুয়া বেশ কয়েকটি দারুণ সেভ না করলে বিপদেই পড়তো তারা।

দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দলকে লিড এনে দেন ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। তবে ম্যাচের ৬৮ মিনিটে ডেনিজ উনদাবের গোলে সমতায় ফেরে স্টুটগার্ট।

এরপর ম্যাচের ৮২ মিনিটে গোল করে রিয়ালকে ফের লিড এনে দেন ডিফেন্ডার অ্যান্টোনি রুডিগার। আর ম্যাচের যোগ করা সময়ে গোল করেন ব্রাজিলিয়ান তরুণ সেনসেশন এদ্রিক। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোরা।

Related Articles

Back to top button