কোহলির ছক্কায় ছিদ্র হলো স্টেডিয়ামের দেয়াল!

অনলাইন ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ভারতের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্ট। তার আগে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন ভারতের বোলার–ব্যাটসম্যানরা। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে চলছে ভারতের প্রস্তুতি।

রোহিত শর্মা, বিরাট কোহলি, শুবমান গিলরা ব্যাট হাতে সময় কাটাচ্ছেন নেটে। যশপ্রীত বুমরা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজারা ব্যস্ত বোলিংয়ে নিজেদের ঝালিয়ে নিতে।

তাদের মধ্যে কোহলি মনে হয় একটু বাড়তি সময়ই দিচ্ছেন নেটে। প্রায় আট মাস পর আবার টেস্ট ক্রিকেটে ফিরছেন ভারতের এই তারকা ব্যাটসম্যান।

কোহলির প্রস্তুতি যে সত্যিই খুব ভালো হচ্ছে, সেটা বোঝা যাচ্ছে নেটে তার ব্যাটে–বলের দুর্দান্ত সংযোগ দেখে। টাইমিংটা খুব ভালো হচ্ছে কোহলির। নেটে অনুশীলনের সময় তো তাঁর মারা একটি ছয়ে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের একটি দেয়ালই ছিদ্র হয়ে গেছে।

কোহলির সেই শটের ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এক ইন্টারনেট ব্যবহারকারী সেই ভিডিওতে মন্তব্য করেছেন, ‘চিপকে (চেন্নাইয়ের যেখানে এম এ চিদাম্বরম স্টেডিয়ামের অবস্থান) অনুশীলন সেশনে ছক্কা মেরে বিরাট কোহলি দেয়াল ভেঙে ফেলেছেন।’ আরেকজনের মন্তব্য ছিল এ রকম, ‘গোট (সর্বকালের সেরা) শাসন করতে আসছেন।’

চিপকের ঠিক কোন জায়গার দেয়ালে ফুটো হয়েছে, সেটা জানা যায় আরেকজনের মন্তব্যে, ‘অনুশীলনের সময় বিরাট কোহলি ছক্কা মেরে চিপকে ভারত দলের ড্রেসিংরুমের দেয়াল ভেঙে ফেলেছেন।’

Related Articles

Back to top button