একাডেমি গ্র্যাজুয়েটে আধিপত্য বার্সেলোনার, আছে বায়ার্নও
অনলাইন ডেস্ক: চ্যাম্পিয়নস লিগ মানেই যেন তারার মেলা। বিশ্বসেরা তারকাদের উপস্থিতিতে মৌসুমজুড়ে আলোকিত হয়ে থাকে ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মঞ্চ। প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি তরুণ তুর্কিদের প্রতিও ফুটবলপ্রেমীদের থাকে সমান আকর্ষণ।
নিজেদের প্রতিভার দ্যুতি ছড়িয়ে অনেক তরুণ এই মঞ্চ দিয়েই চলে আসেন সেরাদের কাতারে। অপেক্ষাকৃত ছোট ক্লাবগুলোর অনেক খেলোয়াড়কে নিয়েও তৈরি হয় বিশেষ আগ্রহ। দলবদলে বড় অঙ্কের অর্থ খরচ করে যাঁদের কিনে নিয়ে যায় শীর্ষ ক্লাবগুলো।
চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ইউরোপের নানা প্রান্ত থেকে ক্লাব আসে। বড় ক্লাবগুলোয় তারকাদের ভিড় দেখা গেলেও অনেক ক্লাবকে নির্ভর করতে দেখা যায় নিজেদের একাডেমি গ্র্যাজুয়েট বা একাডেমিতে তৈরি হওয়া খেলোয়াড়দের ওপর। এর ফলে নিজেদের মধ্যে বোঝাপড়ার জায়গাটা যেমন পোক্ত থাকে, তেমনি অর্থের দিক থেকে সাশ্রয়ী থাকার সুযোগ থাকে।
প্রশ্ন হচ্ছে, এবারের চ্যাম্পিয়নস লিগে কোন ক্লাবে সবচেয়ে বেশি একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড় দেখা যাবে? আর সবচেয়ে দামি একাডেমিই–বা কোনটি? সম্প্রতি এই প্রশ্নগুলোর উত্তর জানিয়েছে ট্রান্সফারমার্কেট।
দামে এগিয়ে আছে যারা (শীর্ষ ৫)
দল খেলোয়াড় সংখ্যা দাম
বার্সেলোনা ১৩ ৪৩ কোটি ৮০ লাখ
ম্যান সিটি ৫ ২২ কোটি ৯০ লাখ
বায়ার্ন মিউনিখ ৮ ২০ কোটি ৩০ লাখ
লিভারপুল ৭ ২০ কোটি ২০ লাখ
আর্সেনাল ১ ১৪ কোটি
দুই দিন পর শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন লিগে একাডেমি খেলোয়াড়দের আধিক্যে সবার ওপর আছে দিনামো জাগরেব। তাদের দলে একাডেমি থেকে উঠে আসা খেলোয়াড়ের সংখ্যা সর্বোচ্চ ১৪ জন। এই ১৪ খেলোয়াড়ের বাজারদর ৩ কোটি ৮০ লাখ ইউরো। এই দলের সবচেয়ে দামি খেলোয়াড় হলেন মিডফিল্ডার মার্টিন বাতুরিনা, যাঁর মূল্য ২ কোটি ইউরো। জাগরেবের পরের অবস্থানটি অবশ্য ইউরোপের শীর্ষ এক দলের।
একাডেমির ১৩ খেলোয়াড় নিয়ে তালিকার ২ নম্বরে আছে বার্সেলোনা। সংখ্যায় জাগরেবের চেয়ে সামান্য পিছিয়ে থাকলেও দামের দিক থেকে বার্সা যোজন যোজন এগিয়ে। বার্সার একাডেমি খেলোয়াড়দের মূল্য ৪৩ কোটি ৮০ লাখ ইউরো। যেখানে এককভাবে লামিনে ইয়ামালেরই দাম ১২ কোটি ইউরো। বার্সার সমান ১৩ জন একাডেমির খেলোয়াড় নিয়ে খেলতে নামবে শাখতার দোনেৎস্কও। তাদের একাডেমির খেলোয়াড়দের বাজারদর ৯ কোটি ৫০ লাখ ইউরো।
নতুন মেসিদের নতুন মাসিয়া
২২ অক্টোবর ২০১১
এই তালিকার চারে আছে সার্বিয়ার ক্লাব রেড স্টার বেলগ্রেড। এই ক্লাবে একাডেমি গ্র্যাজুয়েটের সংখ্যা ১২। আর বাজারমূল্য ১ কোটি ৩০ লাখ ইউরো। শীর্ষ দলগুলোর মধ্যে এই তালিকার সেরা ১০–এ আছে বায়ার্ন মিউনিখ। বায়ার্নে একাডেমি গ্র্যাজুয়েটের সংখ্যা ৮। তবে মূল্যের দিক থেকে বায়ার্নের খেলোয়াড়দের বাজারদর ২০ কোটি ৩০ লাখ ইউরো। মূল্যবৃদ্ধিতে অবশ্য এককভাবে বড় ভূমিকা রেখেছেন জামাল মুসিয়ালা। একাডেমি থেকে উঠে আসার এই খেলোয়াড়ের বাজারদর ১৩ কোটি ইউরো।
অর্থের দিক থেকে অবশ্য বার্সার পরের অবস্থান ম্যানচেস্টার সিটির। ৫ খেলোয়াড় নিয়ে যাদের বাজারমূল্য ২২ কোটি ৯০ লাখ ইউরো। এরপর তিনে বায়ার্ন আর চারে আছে লিভারপুল। আর ৫ নম্বর ক্লাবটি হলো আর্সেনাল। মাত্র একজন খেলোয়াড় নিয়ে এই অবস্থান অর্জন করেছে তারা। ক্লাবের একাডেমি থেকে উঠে আসা বুকায়ো সাকার দাম ১৪ কোটি ইউরো।
যে কঠিন চ্যালেঞ্জের সামনে হান্সি ফ্লিকের বার্সেলোনা
১৭ আগস্ট ২০২৪
যে কঠিন চ্যালেঞ্জের সামনে হান্সি ফ্লিকের বার্সেলোনা
উল্লেখ্য, নতুন নিয়মে ও পরিবর্তিত রূপে আগামী মঙ্গলবার থেকে শুরু হবে চ্যাম্পিয়নস লিগের নতুন আসর। গ্রুপ পর্বের বদলে লিগ পদ্ধতিতে ৩৬টি দল অংশ নেবে এবারের প্রতিযোগিতায়। হোম ও অ্যাওয়ে মিলিয়ে ৮টি করে ম্যাচ খেলবে দলগুলো। সেখান থেকে ধাপে ধাপে সেরা দলগুলো ফাইনালের পথে এগিয়ে যেতে থাকবে।