টানা বৃষ্টিতে বাজারে বেড়েছে কাঁচা মরিচের দাম।

অনলাইন ডেস্ক: মাত্র তিনদিনের ব্যবধানে প্রতি কেজি কাঁচা মরিচের দাম প্রায় আড়াই থেকে তিনগুণ বেড়েছে। রাজধানীর বাজার ভেদে বৃহস্পতিবার সকালে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

আজ সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁও তালতলা, কারওয়ান বাজার, উত্তরখান, পলাশী, মালিবাগ, রামপুরা ও হাজিক্যাম্প বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৫০ থেকে ৪০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

পাইকারি বাজারে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৮০ থেকে ৩০০ টাকা দরে, যেখানে তিনদিন আগে ছিল ৬০ থেকে ১০০ টাকা কেজি।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপ ও মৌসুমি বায়ুর প্রভাবে তিনদিন ধরে বৃষ্টি হচ্ছে। বিকাল থেকে বৃষ্টি কিছুটা কমলেও রোববার থেকে আবার বাড়তে পারে।

বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে ফসল নষ্ট হওয়ার ফলে এ সংকট তৈরি হয়েছে। পাশাপাশি বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এ কারণে দাম কিছুটা বেড়েছে। এ ছাড়া বৃষ্টি দেখে মরিচের আড়তদার ও পাইকারি বিক্রেতারাও বাড়তি দাম নিচ্ছেন। সব মিলিয়ে বেশ খানিকটা দাম বেড়ে গেছে।

Related Articles

Back to top button