সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া গ্রেপ্তার

অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিমএপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বুধবার (১১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস।

জানা গেছে, রাজধানীর মহাখালী থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে খিলগাঁও থানায় নেওয়া হয়েছে। ওই থানায় দায়ের করা একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে বলে জানা গেছে।

আছাদুজ্জামান মিয়া ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধভাবে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

Related Articles

Back to top button