রোববার ঢাকায় সমাবেশ করবে বিএনপি
অনলাইন ডেস্ক: শেখ হাসিনা সরকারের ক্ষমতাচ্যুতির পর ৩৯ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আগামী রোববার ঢাকায় সমাবেশ ও শোভাযাত্রা করবে দলটি। ভার্চুয়ালি এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা জানান, ১৭-১৮ বছর ধরে যারা গুম ও শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যদের নিয়ে আগামী শনিবার ঢাকায় একটি কর্মসূচি পালন করা হবে। এ কর্মসূচির সমন্বয়ক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এজেডএম জাহিদ হোসেনকে। পরদিন রোববার বেলা ২টায় নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হবে। মূলত এ দুটি কর্মসূচির মধ্য দিয়ে নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে চলার নির্দেশনার পাশাপাশি দলীয় সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বার্তা আসতে যাচ্ছে। ক্ষমতাচ্যুত ‘স্বৈরাচারের দোসরদের অনুপ্রবেশের’ সুযোগ না দিতে কঠোর বার্তা আসতে যাচ্ছে। এছাড়া আগামী দিনের কর্মপরিকল্পনা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়েও গুরুত্বপূর্ণ নির্দেশনা আসতে যাচ্ছে এ সমাবেশ থেকে। সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতারা বক্তব্য রাখবেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন বণিক বার্তাকে বলেন, ‘গণতন্ত্র দিবস উপলক্ষে ঢাকায় সমাবেশের ঘোষণা দেয়া হয়েছে। দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে বরাবরই বিএনপি কার্যকর ভূমিকা পালন করে আসছে। গণতন্ত্র পুনরুদ্ধারের আগ পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। পাশাপাশি নেতাকর্মীদের শৃঙ্খলা মেনে দলের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করার বার্তাও আসতে পারে এ সমাবেশ থেকে।’
টানা ১৫ বছর ক্ষমতায় থাকা আওয়ামী লীগের হাতে বিএনপি নেতাকর্মীরা সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছেন। গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে আওয়ামী লীগের নেতারা আত্মগোপনে চলে যান। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে তাদের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও ব্যবসাপ্রতিষ্ঠান দখলে নেয়ার অভিযোগ এসেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। নানা ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশকিছু নেতাকর্মীর বিরুদ্ধে এরই মধ্যে ব্যবস্থা নিয়েছে বিএনপি।
এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বণিক বার্তাকে বলেন, ‘২০০৭ সালের ১৫ সেপ্টেম্বর থেকে বিশ্ব গণতন্ত্র দিবস পালন করে আসছে বিএনপি। মূলত গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি যে দীর্ঘ আন্দোলন-সংগ্রাম করছে, তারই ধারাবাহিকতায় আগামী রোববার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত নেতারা প্রস্তুতি নিচ্ছেন।’
এর আগে গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এর দুদিন পর ৭ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করে বিএনপি। ওই সমাবেশ থেকে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপিসহ গণতন্ত্রের পক্ষের দলগুলোর দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ষড়যন্ত্রকারীদের এ নৈরাজ্যের কাছে আমরা হার মানতে পারি না। গণতন্ত্রে উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। প্রশাসনের প্রতি আহ্বান, শক্ত হাতে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করুন। প্রতিটি মানুষের নিরাপত্তা নিশ্চিত করুন। ধর্ম-বর্ণ পরিচয়ের কারণে কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকে, সবার আগে সেটি নিশ্চিত করতে হবে।’