আর্জেন্টিনাকে হারিয়ে কলম্বিয়ার প্রতিশোধ ৎ

অনলাইন ডেস্ক: গত ১৫ জুলাই কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার কাছে হেরেছিল কলম্বিয়া। প্রায় মাস দেড়েক পর প্রতিশোধ নিলো কলম্বিয়ানরা। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আলবিসেলেস্তেদের ২-১ গোলে হারিয়েছে কলম্বিয়া।

ম্যাচের ২৫ মিনিটে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। বাম পাশ থেকে হামেস রদ্রিগেজের বাড়ানো বলে হেড করে জালে জড়িয়ে কলম্বিয়াকে লিড এনে দেন ইয়ারসন মসকুয়েরা। তার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় কলম্বিয়া।

তবে বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে আর্জেন্টিনা। ম্যাচের ৪৮ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান নিকোলাস গঞ্জালেস। তবে ম্যাচের ৬০ মিনিটে ফের লিড নেয় কলম্বিয়া।

ড্যানিয়েল মুনোজকে বক্সের মধ্যে ফাউল করেন নিকোলাস ওটামেন্ডি। রেফারি ভিএআর চেক করে পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে রদ্রিগেজ গোল করে এগিয়ে নেন দলকে। শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বিয়া।

এই জয়ে ৮ ম্যাচ থেকে ১৬ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ বাছাইপর্বের পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান নিয়েছে কলম্বিয়া। অন্যদিকে সমান ম্যাচ থেকে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

Related Articles

Back to top button