বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে, জানালেন অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: গরমের সঙ্গে পাল্লা দিয়ে দেশে বাড়ছে লোডশেডিং। গ্রামাঞ্চলের পাশাপাশি এখন রাজধানী ঢাকাতেও কোথাও কোথাও লোডশেডিং হচ্ছে। এই পরিস্থিতিতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, বিদ্যুৎ ঘাটতি মেটাতে সরকার চেষ্টা করছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, অগ্রাধিকার ভিত্তিতে জ্বালানি ও কয়লা আমদানি করা হচ্ছে। তবে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।
উপদেষ্টা আরও বলেন, আগামী ১৪ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে সভা হবে। এর জন্য ব্যয় ধরা হয়েছে সর্বোচ্চ ৫ কোটি টাকা।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই বিদ্যুৎ ঘাটতির কারণে লোডশেডিং এর খবর পাওয়া যাচ্ছে দেশের বিভিন্ন জায়গায়। বিগত সরকারের সময়ও লোডশেডিংয়ের কারণে ভুগতে হয়েছে ঢাকার বাইরের জেলাগুলোর বাসিন্দাদের।