কলকাতায় চলন্ত বাসে তরুণীর শ্লীলতাহানি

অনলাইন ডেস্ক: ভারতের কলকাতায় চলন্ত বাসে প্রকাশ্যে এক তরুণীর শ্লীলতাহানি করেছে এক যুবক। এ সময় তরুণীর আওয়াজ শুনে যাত্রীরা অভিযুক্তকে বাস থেকে নামিয়ে বেদম মারপিট করে। এরপর পুলিশ এসে সেখান থেকে তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কলকাতার রুবির মোড়ে এ ঘটনা ঘটে।

ভারতীয় গণমাধ্যম আজকাল জানিয়েছে, ওই তরুণী কলকাতার ফুলবাগান এলাকায় যাচ্ছিলেন। আচমকা পাশে দাঁড়িয়ে থাকা এক যুবক তার সাথে অশালীন আচরণ করেন। শ্লীলতাহানির ঘটনাটি টের পেতেই চিৎকার করেন তরুণী। তারপরই ভিড় বাস থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন যুবক। পরে তাকে ধরে ফেলেন বাকি বাসযাত্রীরা।

সূত্রটি জানায়, এরপর বাস থেকে অভিযুক্ত যুবককে নামিয়ে বেধড়ক মারধর করেন বাসযাত্রীরা। পরে রুবির মোড়ে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে অভিযোগ জানান তরুণী। ওই পুলিশ তরুণী ও অভিযুক্ত যুবককে নিয়ে কসবা থানায় যায়। কসবা থানায় যুবকের বিরুদ্ধে এফ আই আর দায়ের করে তরুণীর পরিবার। তরুণীর শ্লীলতাহানির অভিযোগ যুবককে গ্রেফতার করে পুলিশ। বর্তমানে কসবা থানাতেই আটক রয়েছে যুবক। ঘটনার তদন্ত চলছে।

Related Articles

Back to top button