মা হলেন দীপিকা

অনলাইন ডেস্ক: কন্যাসন্তানের মা হলেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। আজ রোববার মুম্বাইয়ের এক হাসপাতালে তারকা দম্পতি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের প্রথম সন্তানের জন্ম হয়েছে। খবর নিউজ এইটিনের

তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেননি রণবীর ও দীপিকা। গতকালই মুম্বাইয়ের একটি হাসপাতলে ভর্তি হন অভিনেত্রী, তখন থেকেই তাঁর ভক্ত-অনুসারীরা সুখবরের অপেক্ষায় ছিলেন।
কয়েক দিন আগেই বেবি বাম্প ফটোশুট করেছেন এই তারকা জুটি। চলতি বছরের ফেব্রুয়ারিতে এক ইনস্টাগ্রাম পোস্টে দীপিকা জানিয়েছিলেন অন্তঃসত্ত্বা হওয়ার খবর। সেপ্টেম্বরেই যে মা হতে পারেন, সে কথাও জানিয়েছিলেন অনুরাগীদের।

দীপিকা-রণবীরের প্রথম আলাপ সঞ্জয় লীলা বানসালির রোমান্টিক সিনেমা ‘গোলিও কি রাসলীলা রামলীলা’র সেটে। এরপর ‘বাজিরাও মাস্তানি’ আর ‘পদ্মাবত’ সিনেমায়ও পর্দা ভাগ করতে দেখা গেছে তাঁদের।

ছয় বছর চুটিয়ে প্রেম করার পর ২০১৮ সালে বিয়ের পিঁড়িতে বসেন দীপিকা ও রণবীর।
অন্তঃসত্ত্বা থাকাকালে ‘কল্কি ২৮৯৮ এডি’ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা। ছবিটি আলোচিত হয়েছে।

এর আগে এক সাক্ষাৎকারে দীপিকা বলেছিলেন, সন্তান জন্মের পর অভিনয় থেকে সাময়িক বিরতি নেবেন। বিরতি কাটিয়ে আগামী বছর কাজে ফেরার কথা রয়েছে তাঁর।

Related Articles

Back to top button