মধ্যরাতে সাবেক ফুটবল অধিনায়কের বাড়িতে সন্ত্রাসী হামলা

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুনের চট্টগ্রামের বাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ সেপ্টেম্বর) রাতে এই হামলার ঘটনা ঘটে। মামুনের ঘনিষ্ঠ বন্ধু এবং সাবেক ফুটবল সতীর্থ জাহিদ হাসান এমিলি এই খবরটি নিশ্চিত করেছেন।

এই হামলার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন এমিলি। তিনি লিখেন, ‘আমার বন্ধু মামুনুল ইসলাম মামুন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। কিছুক্ষণ আগে তার বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে। আমি এই নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

হামলার বিষয়ে গণমাধ্যমকে মামুনুল বলেন, ‘আমার বাসায় সন্ত্রাসী হামলা হয়েছে।’ হামলাকারীদের সম্পর্কে মামুনুল বলেন, ‘তাদের মধ্যে কামাল, মুক্তি, ওয়াদুত ও ফয়সাল রয়েছে। এদের মধ্যে দুজন আওয়ামী লীগ এবং দুজন বিএনপির সঙ্গে সম্পৃক্ত। এছাড়া তারা মাদক কারবারের সঙ্গেও জড়িত।’

প্রসঙ্গত, সাম্প্রতিক সময়ে জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বাড়িতেও হামলার ঘটনা ঘটেছিল। তবে মামুনুলের ক্ষেত্রে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা না থাকলেও এমন হামলা কেন ঘটল, তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে কিছু জানা যায়নি।

Related Articles

Back to top button