খেলা ও রাজনীতি একইসঙ্গে উচিত না: ক্রীড়া উপদেষ্টা

অনলাইন ডেস্ক: তিনি বলেছেন, ‘আমার মনে হয় অবসরের পর কেউ রাজনীতিতে যোগ দিতে চাইলে দিতে পারে, তবে খেলা চালিয়ে যাওয়া অবস্থায় এমনটা করা (রাজনীতি) উচিত নয়। এসব পেশাদারিত্বের অভাবের কারণে স্বার্থের সংঘাত সৃষ্টি হয়। আমি এটা নিয়ে আগেও বলেছি।’

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া সাক্ষাৎকারে আসিফ মাহমুদ এ কথা বলেন।

রাজনীতির পাশাপাশি ক্রিকেটারদের বিজ্ঞাপন এবং ব্যবসায় জড়ানো নিয়েও বিসিবির সুনির্দিষ্ট নীতিমালা থাকা প্রয়োজন বলে মনে করেন আসিফ মাহমুদ।

তিনি বলেন, ‘শুধু রাজনীতিই নয়, কিছু বিজ্ঞাপন আছে যা আইন এবং মানুষের বিপক্ষে যায়। তারা ব্যবসা করতে পারে। তবে এটা নিয়ে একটা নীতিমালা থাকতে হবে যে তারা কি করতে পারে বা কি না করতে পারে। ভারতের কয়েকজন ক্রিকেটারের নামে বেটিং ব্যবসার (এন্ডোর্সমেন্ট) অভিযোগ আছে। বাংলাদেশিদের নামেও আছে। তাই আমি মনে করি এটা নিয়ে একটা নীতিমালা থাকা উচিত। বিসিবি এটা ঠিক করতে পারবে ।’

বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে জাতীয় দলে খেলা অবস্থাতেই সংসদ সদস্য হয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর একই পথে হেঁটেছেন সাকিব আল হাসানও। তবে রাজনীতিতে জড়িয়ে এই দুই ক্রিকেটারকে সমালোচনাও শুনতে হয়েছে।

Related Articles

Back to top button