২১ সেপ্টেম্বর বিচার বিভাগের জন্য রোড ম্যাপ দিবেন প্রধান বিচারপতি

অনলাইন ডেস্ক: দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আগামী ২১ সেপ্টেম্বর বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এতে বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ এর বিষয়ে বিশদ আলোকপাত করবেন।

বুধবার সুপ্রিম কোর্ট থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ দেশের অধস্তন আদালতের বিচারকদের উদ্দেশ্যে আগামী ২১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. রোজ শনিবার বাংলাদেশ সুপ্রীম কোর্টে অভিভাষণ প্রদান করবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বিচারপতি বিচার বিভাগের জন্য একটি রোডম্যাপ তুলে ধরবেন, যাতে তিনি বিগত ১২ আগস্ট ২০২৪ খ্রি. তারিখ সুপ্রীম কোর্টের আইনজীবীদের উদ্দেশ্যে প্রদত্ত তাঁর অভিষেক ভাষণে উল্লেখিত বিচার বিভাগ সম্পর্কিত বিভিন্ন বিষয়সহ বিচার বিভাগের স্বাধীনতা, স্বতন্ত্রীকরণ ও প্রাতিষ্ঠানিক পৃথকীকরণ এর বিষয়ে বিশদ আলোকপাত করবেন।

Related Articles

Back to top button