স্ক্রিনশট ফাঁস : অরুণা বিশ্বাসকে ‘অমানুষ’ বললেন পরীমণি

অনলাইন ডেস্ক: অভিনেত্রী অরুণা বিশ্বাসকে উদ্দেশ্য করে চিত্রনায়িকা পরীমণি লিখেছেন ‘অমানুষ! হিংস্র! লোভী! এত হিংসা নিয়ে কখনই শিল্পী পরিচয় বহন করতে পারেন না আপনি। ধিক আপনাকে। থু…।’

বুধবার (৪ সেম্পেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে পরীমণি এ কথা লেখেন।

কোটা সংস্কার আন্দোলনের সময় আওয়ামী লীগ সমর্থিত শোবিজ তারকাদের একটি গ্রুপের নাম ছিল ‘আলো আসবেই’। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট ভাইরাল হয়েছে। ওই গ্রুপে অভিনেত্রী অরুণা বিশ্বাস সরব ভূমিকা পালন করেন।

গ্রুপটিতে তথ্যপ্রতিমন্ত্রী আরাফাত ও সংসদ সদস্য ফেরদৌসসহ ছিলেন অভিনেত্রী শামীমা তুষ্টি, নায়ক রিয়াজ, সাজু খাদেমসহ অনেকেই। তবে প্রকাশিত স্ক্রিনশট শটে সক্রিয় ছিলেন অভিনেত্রী সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাসসহ কয়েকজন।

ভাইরাল হওয়া স্ক্রিনশটে অভিনেত্রী অরুণা বিশ্বাস, সোহানা সাবা, সুইটি ছাত্রদের আন্দোলন যেকোনো মূল্যে দমন করার পরামর্শ দিচ্ছেন। শিক্ষার্থীদের গায়ে গরম পানি ঢালারও পরামর্শ দেন অরুণা বিশ্বাস।

জানা গেছে, বর্তমানে কানাডাতে অবস্থান করছেন অরুণা বিশ্বাস। সরকার পতনের পরপরই দেশত্যাগ করে কানাডা পাড়ি জমান তিনি।

স্ক্রিনশট ফাঁসের পর অরুণার ওপর ক্ষুব্ধ হয়েছেন শোবিজের অনেকেই। এই তালিকায় আছেন চিত্রনায়িকা পরীমণিও।

Related Articles

Back to top button