জাবির উপাচার্য হলেন অধ্যাপক কামরুল আহসান
অনলাইন ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন উপাচার্য হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনে অধ্যাপক ড. কামরুল আহসানকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সাময়িকভাবে নিয়োগ দেওয়া হলো। উপাচার্য পদে যোগদানের তারিখ হতে এ নিয়োগ কার্যকর হবে। তিনি বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।
প্রজ্ঞাপনে বলা হয়, উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।
অধ্যাপক কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। এরপর বুলগেরিয়ার সোফিয়া বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় স্নাতকোত্তর সম্পন্ন করেন। যুক্তরাজ্যের কার্ডিফ বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিএনপিপন্থী শিক্ষক হিসেবে পরিচিত। তিনি জাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সমর্থক শিক্ষকদের সংগঠন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতির দায়িত্বে রয়েছেন।
৭ আগস্ট ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল আলম পদত্যাগ করেন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য (প্রশাসন), উপ-উপাচার্য (শিক্ষা), রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, প্রক্টরসহ প্রায় ১৫টিরও বেশি প্রশাসনিক পদ শূন্য রয়েছে।