চাঁদাবাজি কর্মকাণ্ডে এবার ছাত্রদলের বহিষ্কৃত নেতার বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক: চাঁদাবাজিসহ দলের সুনাম ক্ষুণ্ণ করার সুনির্দিষ্ট অভিযোগে কলাবাগান থানা ছাত্রদলের বহিষ্কৃত নেতা ওবায়দুল ইসলাম সৈকতের বিরুদ্ধে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ মামলা দায়ের করেছে।

আজ বৃহস্পতিবার ছাত্রদলের দফতর সম্পাদক মো: জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২ সেপ্টেম্বর পান্থপথ সিগনালের পাশে চাঁদপুর স্টোর নামক ব্যবসা প্রতিষ্ঠানে কলাবাগান থানা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত আহ্বায়ক ওবায়দুল ইসলাম সৈকত ১৫/২০ জন নিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে নগদ ৬০ হাজার টাকা লুট করে এবং প্রতিষ্ঠানের মালিকসহ কয়েকজনকে মারপিট করে।

ওই অপরাধ কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাকে বহিষ্কার করে এবং ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশে সংগঠনের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম নিজে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের অফিসিয়াল প্যাডে কলাবাগান থানার অফিসার ইনচার্জ বরাবর এজাহার দায়ের করে মামলা করেছেন।

এ বিষয়ে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম নয়া দিগন্তকে বলেন, কোনো ব্যক্তি যদি দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়- এমন কাজে জড়িত থাকেন বা করে থাকেন, তার বিষয়ে দল কোনোভাবেই ছাড় দিবে না। সে যে মাপের বা যে পদের হোন না কেন। এটা একটি মেসেজ। আমাদের এ ধারা চলমান থাকবে।

Related Articles

Back to top button