৩০০ কোটি ডলার দিতে পারে আইএমএফ : অর্থ উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে বাড়তি আরো ৩০০ কোটি (তিন বিলিয়ন) ডলার বাজেট সহায়তা দিতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
গতকাল রবিবার বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার ৪৭০ কোটি ডলারের ঋণের শর্তাবলি সংস্কারের পরিকল্পনা করেছে কি না তা জানতে চেয়েছে আইএমএফ। আমি তাদের আশ্বস্ত করে বলেছি, সে ঋণের বাস্তবায়ন এরই মধ্যে শুরু হয়েছে এবং আমরা কখনো ব্যর্থ হব না।’ আইএমএফের উদ্বেগের জবাবে উপদেষ্টা জানিয়েছেন, সরকারের সংস্কারের পাশাপাশি কর-জিডিপি অনুপাত বাড়ানোরও কিছু পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দেশের বাজেট সহায়তার জন্য আইএমএফকে আরো তিন বিলিয়ন ডলার ঋণ দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। অক্টোবরে ওয়াশিংটনে অনুষ্ঠিত হতে যাওয়া আইএমএফের বোর্ড মিটিংয়ে সংস্থার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা হবে। অর্থ উপদেষ্টা জানান, সেপ্টেম্বরে বাংলাদেশে আইএমএফের পর্যালোচনা মিশন পরিচালিত হবে।
অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ড. সালেহউদ্দিন বলেন, ‘রূপপুর পারমাণবিক বিদ্যুেকন্দ্র প্রকল্প চলমান থাকবে।
তবে ঋণ পরিশোধের সময়সীমা আরো দুই বছর বাড়ানোর জন্য রাশিয়াকে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। এ বিষয়ে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ান রাষ্ট্রদূত খুবই ইতিবাচক মনোভাব পোষণ করেছেন।’ অর্থ উপদেষ্টা আরো জানান, রুশ রাষ্ট্রদূত রূপপুর প্রকল্প অব্যাহত রাখা এবং ঋণ পরিশোধ নিয়ে উদ্বিগ্ন ছিলেন। নিয়মিত ঋণ পরিশোধের ব্যাপারে তাদের আশ্বস্ত করা হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার আইএমএফের বাংলাদেশের জন্য নিযুক্ত প্রধান পাপাজিওর্জিউ এবং সংস্থার আবাসিক প্রতিনিধি জয়েন্দু দে অর্থ উপদেষ্টার সঙ্গে একটি অনলাইন সভা করেন।