ফিলিস্তিন নিয়ে এরদোয়ানের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ
অনলাইন ডেস্ক: ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তাইয়্যেপ এরদোয়ানের সঙ্গে ফোনালাপ করেছেন সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান।
আরব নিউজ জানিয়েছে, ফিলিস্তিনে চলমান গণহত্যা ও অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে তারা গতকাল রবিবার কথা বলেছেন।
প্রতিবেদনে বলা হয়, এরদোয়ানের সঙ্গে সৌদি যুবরাজ বলেন, ফিলিস্তিনে আগ্রাসন বন্ধে আবারও ইসলামিক দেশগুলোর ঐক্যবদ্ধ হতে হবে এবং জনগণের ওপর ভয়াবহ হামলা বন্ধে চাপ প্রয়োগ করতে হবে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনে হামলা শুরু করেছে ইসরায়েল। ওই হামলায় এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ১ লাখের কাছাকাছি মানুষ।