কেউ যেন অধিকার থেকে বঞ্চিত না হন : কেয়া পায়েল
অনলাইন ডেস্ক: গতকাল থেকে দীপ্ত টিভিতে শুরু হয়েছে গোলাম সোহরাব দোদুলের নতুন ধারাবাহিক নাটক ‘শিউলি মালা’। এখানে মালার চরিত্রে রয়েছেন কেয়া পায়েল। এই ধারাবাহিক ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে অভিনেত্রীর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ।
দুই বছর আগে শুটিং
দুই বছর আগে ধারাবাহিকটির শুটিং করেছিলেন কেয়া পায়েল।
শুটিংয়ের কথা খুব একটা মনে নেই তাঁর। তবে শুটিংয়ের আগে মনোযোগ সহকারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গল্পগ্রন্থ ‘শিউলি মালা’ পড়েছিলেন।
পায়েল বলেন, ‘আমি সাধারণত ধারাবাহিক নাটকে অভিনয় করি না। তবে জাতীয় কবির গল্পগ্রন্থ নিয়ে নির্মিত হবে জেনে ধারাবাহিকটি করেছিলাম।
একটা ধারাবাহিক করার পেছনে অনেক সময় দিতে হয়। একক নাটক করেই হিমশিম খাচ্ছি, ধারাবাহিক করব কখন? এখানে মৌসুমী হামিদ আপু হয়েছেন শিউলি, আমি করেছি মালার চরিত্র। একক নাটকগুলোতে সাধারণত গ্ল্যামার গার্ল হিসেবে আমি পর্দায় হাজির হই। এটাতে আমাকে নতুন অবতারে পাবে দর্শক।
’
আপাতত ছবি নয়
আওয়ামী লীগ সরকারের পতনের পর পরই জয় সরকার ‘আয়নাঘর’ ছবির ঘোষণা দেন। পরিচালক জানিয়েছিলেন, ছবিটিতে অভিনয় করবেন কেয়া পায়েল। পরে অভিনেত্রী জানালেন, ছবিটি তিনি করছেন না। এর মধ্যে আরো কয়েকটি ছবির প্রস্তাবও পেয়েছেন। বড় বাজেট এবং বড় তারকার সঙ্গে জুটি হয়ে অভিনয়ের প্রস্তাব—সেগুলোও করছেন না পায়েল।
‘এ সময় নাটক নিয়েই থাকতে চাচ্ছি। নাটকের শুটিং মেলাতেই হিমশিম খাচ্ছি, তাই সিনেমা আপাতত করতে চাচ্ছি না’—বলেন পায়েল।
শুটিং নেই, তাই শপিং
প্রায় দুই মাস হতে চলল, নিয়মিত শুটিং করছেন না কেয়া পায়েল। এক দিন শুটিং থাকে তো চার দিন বন্ধ। এ সময়টা খুব বোরিং লাগে কেয়ার। তবে বোরিং সময়টা শপিং করেই কাটিয়ে দিচ্ছেন পায়েল। বলেন, ‘টানা শুটিং থাকলে শপিং করতে পারি না। অথচ এক নাটকের ড্রেস অন্য নাটকে ব্যবহার করা যায় না। দর্শক এখন অনেক সচেতন। ইউটিউব লিংকের কমেন্টে বলে দেন, ওই নাটকে একই জামা পরেছিলেন [হা হা হা]! বাধ্য হয়ে কাঁড়ি কাঁড়ি ড্রেস কেনা লাগে। আজও আমি শপিংয়ে [রবিবার]। সময় যেহেতু আছে ঘুরে ঘুরে পছন্দসই কিছু ড্রেস কিনে ফেলি। শুটিং শুরু হলে সময় পাব না।’
পায়েল চান সুশাসন
সহকর্মীদের অনেকের মতো ছাত্র-জনতার আন্দোলনে সমর্থন দিয়েছিলেন পায়েলও। এখন অন্তর্বর্তীকালীন সরকার এসেছে। তাঁদের কাছে পায়েলের কিছু চাওয়া আছে। তিনি চান, যে বৈষম্যবিরোধী মনোভাব নিয়ে আন্দোলন হয়েছিল, সেটাই যেন বাস্তবায়িত হয়। নাটক-সিনেমা বা বিনোদনের সব জায়গায় যেন সবাই সমান অধিকার পান। কেউ বঞ্চিত হোক, সেটা চান না পায়েল। বলেন, ‘আমি কোনো রাজনীতির সঙ্গে জড়িত নই। কোনো নির্দিষ্ট দলকেও সমর্থন করি না। তবে নাগরিক হিসেবে চাই, দেশে সুশাসন তৈরি হোক। কেউ যেন নির্যাতনের শিকার না হন, অধিকার থেকে বঞ্চিত না হন—সেটাই চাওয়া।’
বন্যা ও গোপন কথা
দেশের বিভিন্ন জেলা বন্যাকবলিত। এখন কিছু এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বন্যার্তদের সহযোগিতায় তাদের পাশে দাঁড়িয়েছেন পায়েল। বলেন, ‘দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছি। যতটুকু সামর্থ্য আছে সে অনুযায়ী নিয়মিত সহযোগিতা করে যেতে চাই। কয়েকটি দল আছে, তারা নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ করে। নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় তারা ত্রাণ সরবরাহ করে। আমিও তাদের দলের হয়ে কাজ করি। যদিও মিডিয়াকে জানাতে চাইনি, আজ বলেই ফেললাম।’
এ বছরই ওটিটিতে অভিষেক
অনলাইন প্ল্যাটফরম বিশ্বব্যাপী এখন জনপ্রিয়। ওয়েব ছবি, সিরিজ এমনকি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রও সরাসরি ওটিটিতে মুক্তি পায়। দিন দিন এই প্ল্যাটফরমের দর্শক বাড়ছে। তবে এখনো পায়েলের অভিষেক হয়নি এই মাধ্যমে। তবে এবার তাঁর অপেক্ষার অবসান ঘটতে চলেছে। এরই মধ্যে একটি সিরিজ ও ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। পায়েল বলেন, ‘পরিচালক বা প্ল্যাটফরমের নাম বলতে চাই না, নিষেধ আছে। তবে আমার ভক্তরা প্রায়ই জানতে চায়, কবে ওটিটিতে কাজ করব। তাদের নিশ্চিত করে বলতে চাই, এ বছরই আমাকে ওটিটিতে পাবে। ভালো দুটি কাজ নিয়েই হাজির হব এই মাধ্যমে।’