এমবাপ্পের জোড়া গোলে বেতিসকে হারাল রিয়াল

অনলাইন ডেস্ক: লা লিগায় অবশেষে গোলখরা কাটাল কিলিয়ান এমবাপ্পে। টানা তিন ম্যাচ গোলহীন থাকার পর চতুর্থ ম্যাচে এসে রিয়ালের জার্সিতে গোলের দেখা পেলেন ফরাসি তারকা। তার জোড়া গোলে বেতিসের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ ব্যবধানে।

এই মৌসুমে পিএসজি থেকে রিয়ালে যোগ দিয়ে উয়েফা সুপার কাপে আতালান্তার বিপক্ষে রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথম ম্যাচে গোল করলেও লা লিগায় জালের দেখা পাচ্ছিলেন না তিনি।

অবশেষে তিন ম্যাচ পর লিগে গোলখরা কাটালেন ফরাসি ফরোয়ার্ড, তাও আবার জোড়া গোলে।
ম্যাচের ৬৭ মিনিটে ফেদেরিকো ভালভার্দের পাস থেকে প্রথম গোল করেন এমবাপ্পে। ৮ মিনিট পর নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন পেনাল্টি থেকে। বল নিয়ে বক্সে ঢুকে পড়া ভিনিসিয়ুসকে বেতিস গোলরক্ষক ফেলে দিলে প্রথমে অফসাইডের পতাকা তুলেছিলেন লাইন্সম্যান।

ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। আগের ম্যাচে পেনাল্টি কিক নেওয়া ভিনি এবার নিজেই এই দায়িত্ব দেন এমবাপেকে। স্পটকিক থেকে গোল করতে ভুল করেননি এমবাপ্পে।
সান্তিয়াগো বার্নাব্যুতে বেতিসের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা।

লিগ মৌসুমে চার ম্যাচে এটি তাদের দ্বিতীয় জয়। ৮ পয়েন্ট নিয়ে টেবিলে তাদের অবস্থান দুইয়ে। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে বার্সেলোনা।

Related Articles

Back to top button