পুলিশে আবারও বড় রদবদল

অনলাইন ডেস্ক: গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশের বিভিন্ন ইউনিটে বদলি ও রদবদল চলছে। তারই ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। এরপর নতুন করে ২৪ কর্মকর্তাকে ২৪ জেলার এসপি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়াও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৮ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও রদবদল করা হয়েছে।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে তা উল্লেখ করা হয়েছে।
তালিকা দেখতে ক্লিক করুন-তালিকা-১, তালিকা-২ ও তালিকা-৩

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে জনস্বার্থে জারি আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Related Articles

Back to top button